Kokhon Kibhabe Ekhane Ke Jane lyrics – Indalo
Table of Contents
Kokhon Kibhabe Ekhane Ke Jane Song By Indalo Band:
“Kokhon Kibhabe Ekhane Ke Jane” Song By Indalo from the upcoming album “Uttor Khujchi Dokkhine“.Kokhon Kibhabe Ekhane Ke Jane Lyrics by Zubair Hasan.
Video Credits:
- Directed by Reehan Rahman
- Production: Deafrip Entertainment
- DOP: Reehan Rahman
- Chief AD: Jubo Zubayer Hossain
- Assistent Director: Faeeqa Hossain
- Edited by Reehan Rahman, Zubayer Hossain, Md. Hasib
- Paintings by Samia Rashid Hai, MadArt
- Location: Fuji Green Screen
- Special thanks to Broque´
Audio Credits:
- Lyrics by Zubair Hasan
- Produced by Swami Ma Banyan and Indalo
- Recorded at SAAL Studio, Studio Nil Poddo and Bedroom Pop Studio
- Recorded by Rakat Zami, Anaan, Mehedi Hasan Nil and Swami Ma Banyan
- Mixed by Swami Ma Banyan
- Mastered by Tim Debney
Kokhon Kibhabe Ekhane Ke Jane song lyrics in Bengali :
হৃদয়ে নেমেছে সন্ধ্যা
কাটে না তবু সময়
যা ছিল তবে কি সবই ছলনা?
বলো না
বদলেছে পৃথিবী
পাল্টেছে সবই
আসা যাওয়ার স্রোতে ভাসাই তোমায়
অজানায়
দূরে চলে গেছো আজ
আমিও আছি দূরে
জানি না কে কার হবে
জানি না আজ
কখন
কিভাবে
এখানে
কে জানে?
দুচোখে রেখেছি স্বপ্ন
স্বপ্ন জুড়ে তুমি
কেটে গেছে ভোর, তবুও কাটে না—
এই ঘোর।
ডুবে থাকি বিশ-এ
একুশের সকালে
আঙুলের ফাঁকে জমে সাদা ঘাস
অবিনাশ
তুমি ভুলে আছো তাই
আমিও থাকি ভুলে
জানি না কে কার হবে
জানি না আজ
কখন
কিভাবে
এখানে
কে জানে
জানি না কিভাবে
এখানে কে জানে
কখন
কিভাবে
এখানে
কে জানে
কে ছিল কার কবে?
কি মানে?
কে জানে?