Ads
Overall

Lal bus ( লাল বাস ) lyrics – Krishnopakkho

lal bus Song By Krishnopakkho Band:

song: lal bus 

Band: Krisnopakkho

Tune: krishnopokkho

Lyrics: Yeasir Arafat

lal bus Song lyrics in Bengali:

অবনি অবনি অবনি 

বোঝোনি

এ ভালোবাসা আমার

লাল বাস জানালা পাশ

পুরনো গানে ডেকেছি

কতবার।।।

ছিল সন্ধ্যের ঘরে ফেরা তাড়া

ছিল অকারনে চোখে চোখ পড়া

ছিল দুষ্টমি হাসি মন কাড়া

এভাবে কেটে যেত দিনসাড়া

অবনি অবনি বোঝনি অবনি

এ চোখের ভাষা আমার।।

আজ বছর কুড়ি পরে সেই সে পথে

মনে পড়ে দিন গুলো তোমারই সাথে,

বসে আছি একা আজো গিটার হাতে

লালবাস এখনো অপেক্ষাতে।

অবনি অবনি অবনি 

বোঝোনি

এ ভালোবাসা আমার

লাল বাস জানালা পাশ

পুরনো গানে ডেকেছি

কতবার।।।

See also  Nilanjona by Nachiketa|| Se Prothom Prem Amar Nilanjana || banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button