Ads
Bangla_Rap_song

Likhi Kon Baal Ta লিখি কোন বালটা By Polash || Dedicated To All The pen warriors || Bangla Rap Song 2019 ||

Likhi kon baal ta By Polash:

song- Likhi kon baal ta!
Singer- Polash
Poet- kabi Akhtaruzzaman Azad
Music- Neru
Book- gono kobitatontri Bangladeshi
Vedio direction- MN Najmul
Assistant Director- Sazzad
Produced by neru
Likhi kon baal ta By Polash In Bengali:
কবিটাকে বলে সবে— হবি নিরপেক্ষ;
ফুল-ফল, লতা-পাতা— এই তোর লেখ্য।
দুই দিকে হাওয়া দিলে হবে ভারসাম্য,
কবি হবে ঘিলুহীন— এইটাই কাম্য।
জ্বলে-পুড়ে কেউ বলে— তুই, শালা, কবি না;
দেড় লাইন লিখলেই সে তো মধু-রবি না।
উঁচু হেঁকে ডেকে বলে পেশাদার নিন্দুক—
কেন, ব্যাটা, বই ছাপো? লিখে ভরো সিন্দুক।
দুই জোড়া চোখ, তবু, কেউ-কেউ অন্ধ;
হেরে গিয়ে হেঁকে বলে— তোর গুয়ে গন্ধ!
কেউ বলে— দালালিতে পাস কত মাইনে?
কেউ বলে— ভরে দেবো আইসিটি আইনে।
কবিতার ডানে-বামে ডান-বাম যুদ্ধ,
সরকারও করে দেয় মুখবই রুদ্ধ।
অ্যাকাডেমি-পুলিশের খুব কড়া নির্দেশ—
‘ছাড়িয়ো না সীমারেখা’, আহা মোর বীর দেশ!
কড়া করে ধমকায়, যারা খুব নামদার;
কেউ এসে গর্দানে কোপ দেয় রামদার।
চাপাতির তিন কোপে ভবলীলা পণ্ড;
কল্লাটা চাও যদি, ভাঙো মেরুদণ্ড।
বন্ধুরা বলে দেয়— আর ঝুঁকি নিস নে;
মরতেই চাস যদি, এই ধর, বিষ নে!
বালিকাও বাণী দেয়— শুনে রাখো, বলি যা;
ফের যদি লেখো তুমি, খাও মোর কলিজা।
ঘর ছাড়, নচ্ছার— বাপ-মার হুমকি;
জীবনের জাঁতাকলে চোখে আসে ঘুম কি
হীরকের দেশে এলো কী যে কলিকালটা;
বলে দে রে, ভগবান— লিখি কোন বালটা!
Likhi kon baal ta By Polash In English :
Kobitake Bole Sobe –– Hobi Nirpekkh;
Ful – Fol, Lota – Pata –– Ei Tor Lekhy.
Dui Dike Haoya Dile Hobe zbharsamy,
Kobi hobe Giluheen –– Etai Kamy… 
১১ ডিসেম্বর ২০১৫
বই : গণকবিতাতন্ত্রী বাংলাদেশ
আখতারুজ্জামান আজাদ
See also  Dipto Bedonapat (দীপ্ত বেদনাপাত) lyrics || Tabib Mahmud ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button