Ads
Overall

Manush Bhalo Nei ( মানুষ ভালো নেই) lyrics || Anupam Roy & Cizzy ||

Manush Bhalo Nei Song By Anupam Roy & Cizzy:

Manush Bhalo Nei song is sung by Anupam Roy & Cizzy.Manush Bhalo Nei song Lyrics by Anupam Roy & Cizzy.



Audio Credits : 

Song : Manush Bhalo Nei

Lyrics, music, vocals – Anupam Roy

Rap lyrics and vocals – Cizzy 

Arrangement and programming – Anupam Roy

Chorus vocals – Satadal Chatterjee, Saurav Chatterjee, Tushar Debnath

Guitar – Rishabh Ray

Bass guitar – Kaustav Biswas

Drums – Sandipan Parial

Recorded by Sayan Ghosh

Mix and master – Shomi Chatterjee

Manush Bhalo Nei song lyrics in Bengali:

মানুষ ভালো নেই

1)

ওষুধের দোকানের সামনে লাইন

মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই।

শরীর না মন নাকি দুটোই খারাপ

আমরা যে কে সেই, মানুষ ভালো নেই।

See also  Tobu Mon | তবু মন | lyrics By Meghdol | Aluminium Er Dana | Banglalyrics580|

ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা

পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়।

ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা

পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়।

এভাবেই কাটছে দিন, 

এভাবেই কাটছে মাসের পর মাস,

গাছের অভাব খুব, 

আগাছায় ভরছে আমার চারপাশ,

মাড়িয়ে এগিয়ে যাই।

Rap 

আশা করি দেখা হবে/

যেদিন খুব ভিড় বাজারেও মনে মনে তুমি একা হবে/

ফিরতি bus টায় ধস্তাধস্তি চলে রাতদিন/

তাও চায়ের সাথে পাউরুটি স্যাঁকা হবে/

খেলা হবে, মেলা হবে আবার/

মানুষের সাথে রোজ দেখা হবে আবার/

না! কোত্থাও তাড়া নেই যাবার/

যখন থাকবে মাথা গোঁজার ঠাঁই, দু’মুঠো খাবার/

কবে যে আসবে একদিন/

কেটে যেতে পারে সব যত্ত sad scene/

ভালো না থাকার পেয়ে গেলে vaccine/

বৃষ্টি নামলে হবো আমি Chaplin/

যাতে ভিজে গেলে কেউ কাঁদছি সেটা না বোঝে/

কেউ ভালো নেই, হাসার কারণ খোঁজে/

সহ্য কাঁহাতক করব সব মুখ বুজে/

গরম ভাত থালায় পেয়ে, শান্তিতে বোজে/

চোখ দুটো, সব সয়ে যায়/

ভাঙা রাস্তাটা ভাঙাই তো রয়ে যায়/

See also  কয়লা | Koyla | Jesan Ovi |New Bengali Song Lyrics 2020|Banglalyrics580|

দিবানিশি ওষুধের শিশি হয়ে যায়/

শেষ, হয়ে যায় অভ্যেস/

বাবা বলতো চাই সব হাতে কাজ/

এখন party politics মানে কেনা বেচা চলে/

আর আমরা তো ফেঁসে গেছি, vote দেওয়া কাজ/

আর তার সাথে EMI এর জাঁতাকলে/

তাই ভালো নেই কেউ/

ডোবার আগে শেষ চেষ্টাকে আদর করে যে ঢেউ/

জানে সেও/

ডুবসাঁতার আমি কাটি প্রাণপণ, তাও রোজই তো হারিয়ে যায় খেই/

এভাবেই কাটছে যে দিন, এই/

দিনের শেষে চারদিকে একঘেয়ে সেই/

পৃথিবীতে মানুষ ভালো নেই/

আজ কেউ ভালো নেই/

2) 

নতুন মোড়কে বেচা খাড়া, বড়ি, থোড়

মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই।

এত বাজে বকে ওরা সব্বাই bored, 

এরা লোক ঠকাবেই, মানুষ ভালো নেই।

চক্ষুলজ্জা, অস্থিমজ্জা সব শেষ,

মিথ্যে বলছে, বিক্রি হচ্ছে এই দেশ!

  

এভাবেই কাটছে দিন, 

এভাবেই কাটছে মাসের পর মাস,

গাছের অভাব খুব, 

আগাছায় ভরছে আমার চারপাশ,

মাড়িয়ে এগিয়ে যাই।

Video Credits :

Directed, Screenplay & DOP : Souradeepta Chowdhury

See also  Shore Darai Shesh barer moto ( সরে দাঁড়ায় শেষ বারের মত ) lyrics || The Watson Brothers ||

Starring : Anirban Bhattacharyya

Asst by : Biswarup Hawlader

Cinematographer : Arnab Ganguly

BTS : Soumya Karmakar

Edit, DI & Colourist : Souradeepta Chowdhury

Poster design & Postproduction at : Rockrulz Studio Pictures

Production designed by : Eventmas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button