Mlanchitro ( ম্লানচিত্র ) || Mechanix ||
Table of Contents
Mlanchitro Song By Aftabuzzaman Tridib:
Mlanchitro Song is Sung By Aftabuzzaman Tridib From Bengali Band Mechanix.Mlanchitro Song lyrics In Bengali written by Sheikh M Reaz.
Song- Mlanchitro
Tune- Mechanix
Lyrics- Sheikh M Reaz
Audio Mix & Master- Syed Arif Al Hoque
Drum Recording: Shafiq
Recording Studio: Noizemine Studio and Studio Mars
Production House: Hi 5 Film Factory
Direction- Imtiaz Neloy
Cinematography- Emrul Hasan
Director & Edit, Color, CGI – SH Wasi
Art Director: Ahmed Sabbir
Assistant Director: Shahanur Islam Rupom, Junaid Hasan, Wasik Ahmed Protik, Nazmul Islam Tazin
Casting- Mechanix, Soumik Islam, Moon, Barsha, Protik, Tazin, Kawswer, Hersheys, Snickers
Mlanchitro Song Lyrics in Bengali:
দেখছি শুধু পচন ধরা সমাজের চিত্র
মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র
জীবন এখন অনেক মেকী মিথ্যের কাব্যে
হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে
ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে
বেচে থাকার আশা খুজি অন্যের জীবনে
হারিয়ে গেছে তোমার সম্ভ্রম
হারিয়ে গেছে কোন মা
ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা
ধর্ম এখন শুধুই ব্যবসা
হতে চাই আমি লিডার
শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে
কোন পথে আমরা ছুটেছি
মানবতার দেয়াল ভেঙ্গে
স্বাধীনতার রঙ্গিন খোলস এখন
ভাসছে দেখো এই ম্লানচিত্রে
দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?
মানুষ এখন শুধু পন্য যান্ত্রিক কোলাহলে
ভালবাসা সে তো রঙ্গিন দৃষ্টির রেস্টুরেন্ট
বোকা বাক্সে বন্দী জীবন লাইক আর স্ট্যাটাসে
ক্যাসিনোতে উড়ছে টাকা সাধারণ জনগণের
গণতন্ত্র এখন শুধু ফেসবুকের স্ট্যাটেসে
বাক্স্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে
আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা
নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা
ধর্ম এখন শুধুই ব্যবসা
হতে চাই আমি লিডার
শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে
কোন পথে আমরা চলেছি
মানবতার দেয়াল ভেঙ্গে
স্বাধীনতার রঙ্গিন খোলস এখন
ভাসছে দেখো এ ম্লানচিত্রে
দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?
….][ সমাপ্ত ][….
Mechanix Band Members:
Aftabuzzaman Tridib – Vocal
Soumik Islam – Bass guitar
Shafat Ahmed Chowdhury – Guitar
Saif Irfan – Guitar
Sheikh M Reaz – Drums
Band Manager – Mithun Hasan