Ads
Taalpatar_Shepai

Moddhorate (মধ্যরাতে ) lyrics by Taalpatar Shepai

Moddhoraate Song By Taalpatar Shepai:
  

Song Details- 

Song- Moddhorate
Lyricist- Kritee Roy
Composer- Pritam Das
Vocal/piano/E.piano- Pritam Das
Bass- Suman Ghosh
Drums/mixing/mastering – Biswajyoti chakraborty (Cassette factory)
Arrangement- Taalpatar Shepai
Artwork -Riya Das
English subtitles- Antara
Moddhoraate Song Lyrics In Bengali :

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া!
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে…
এখন চোখে গ্রামীণ কোনো নদী
ভয়েই থাকি; হারিয়ে গেলো যদি!
রাত নেমে যায় তালপাতাদের ঘরে
আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে…
দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
ঘরে ফেরার চিঠির আশায় আশায়!
স্মৃতির শহর ঘুমিয়ে তাও
চাইছে তুমি ডাক পাঠাও
আমার বুকে ভালো থাকার বাসায়…
তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি; অহংকারী…
শহর ছেড়ে সরীসৃপ এই পথে
নদীও যেন বইছে নিজের মতে…
দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
ভাবছি যদি ফিরতে আমার সাথে!
দাবার গুটি; একলা দান
আলতো সুরে গাইছি গান…
হাওয়ার মত বইছি ধীরে ধীরে…
শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও
হাতটা ধরে বসবো নদীর তীরে…
রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে…!!
See also  Firey jawar pothe ( ফিরে যাওয়ার পথে ) lyrics || Pritam Das || তালপাতার সেপাই ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button