Aushruto
Mone Pore ( মনে পরে ) lyrics || Aushruto Band ||
Table of Contents
Mone Pore Song By Aushruto Band :
This is the 3rd Track of Nirban Album.
- Song: Mone Pore
- Lyric: Sehan
- Band: Aushruto
- Album: Nirbaan
Mone Pore Song lyrics in Bengali:
এখনো কি, আকাশ দেখিস?
জানালা দিয়ে তাঁরা দেখিস?
অবসরে বই পড়িস?
সবার সাথে গল্প করিস?
মনে পরে কভু কি তোর?
ছিলাম আমি যে তোর পাশে?
আড্ডাতে, অবসরে, তোর পাশে?
এখনো কি খুঁজিস আমায়?
এখনো কি ভাবিশ আমায়?
এখনো কি বৃষ্টিতে ভিজিস?
তিন চাকার যানে তুই চরে ঘুরিস?
থাকে কি এখন তোর পাশে?
মন খারাপ হলে কি আজো তুই কাঁদিস?
মনে পরে কভু কি তোর?
ছিলাম আমি যে তোর পাশে?
হাত ধরে চলে গেছি কতোটা পথ?
কতো কথা, কতো যে গান
লিখে গেছে মন তোর পাশে
কতো যে শুর খয়ে গেছে
এ কহনে তুই নেই বলে
ধুলো পরা চিঠি গুলো
কেঁদে উঠে আঁধার কনে
আজ আমি একা জেগে
তোর পাশে
এখনো কি আমায় ডাকিস?
খুব একা পাশে থাকিস?