Mrittu Utpadon Karkhana ( মৃত্যু উৎপাদন কারখানা ) lyrics || Shonar Bangla Circus ||
Table of Contents
Mrittu Utpadon Karkhana Song by Shonar Bangla Circus Band:
- Song: Mrittu Utpadon Karkhana
- Band: Shonar Bangla Circus
- Album: Hyena Express
- All songs performed by Shonar Bangla Circus
- Recorded at Jatra Biroti, Dhun Studios & Studio 100 Miles.
- Album mixed by Dewan Anamul Hasan Raju
- Mastered at Echo Bass Studios by Saad Chowdhury
Personnel:
- Probar Ripon: Lyrics, Tune, Vocals, Acoustic guitar
- Seth Panduranga Blumberg: Electric guitar
- Shakil Haque: Bass, Backing vocals
- Saad Chowdhury: All ke
- Sound effects: Rajesh Saha
- Album cover: Shohag Habib
- Band logo and cover design: Jahir Uddin Zoomon and Shohag Habib
মৃত্যু উৎপাদন কারখানা লিরিক্স:
আমরা মৃত্যু উৎপাদন করি
কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়
আমরা মৃত্যু উৎপাদন করি
মহামারী শিশুদের প্রিয় খেলনা
যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে,
অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
আমরা মৃত্যু উৎপাদন করি
সেই বুলেটটা কোথায় ?
যার গায়ে আমাদের মৃত্যুর নাম লিখে রাখা
তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
আর তাই ধুয়েমুছে ফুঁ দিয়ে দিন কাটাই,
জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই,
আমরা মৃত্যু উৎপাদন করি ।
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে ফসল ফলে দেদার
সুর্যকে দেখে মনে হয়
ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
আমরা মৃত্যু উৎপাদন করি
প্রতিটি মৃত্যুর সাথে
প্রতিটি লাশের সাথে
বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
পরিহাসের বিষয় হলো
সেই গোলাপের রঙটিও লাল !
< p>তোমার শিশুর হাসির মত লাল !
তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল !
তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল !
আমরা মৃত্যু উৎপাদন করি
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদণ্ড হাতে দাঁড়িয়েছি
নিজের মাংসপিণ্ডের সামনে
আমরা মৃত্যু উৎপাদন করি