Ads
Prithibi

Mukti ( মুক্তি ) lyrics by prithibi ||

Mukti Song Lyrics By Prithibi In English:


Song Details: 


Song : Mukti
Artist : Prithibi 
Lyrics & Composition : Koushik Chakraborty
Music Arrangement : Prithibi
Koushik Chakraborty : Vocals
Arunangshu Bagchi : Guitar
Deep Ghosh : Bass Guitar
Debangshu Bhattacharjee : Guitar
Deepayan Maitra : Keyboard
Aniruddha Mondal : Drums
Recording Engineer : Koushik Chakraborty
Mix Engineer : Abhibroto Mitra
Mastering Engineer : Sara Carter (UK)
Mukti Song Lyrics By Prithibi In Bengali: 

মুক্তি কোথাও চাইনি আমি মুক্তি তোমরা দিয়েছো আমাকে, আমাকে।
চলতে চলতে হারিয়ে যাবার পরেও রাস্তা খোঁজার তাগিদে।
হারাইনি আজও, শূন্য চোখে তবু, খুঁজছি নিজেকে।
মুক্তি খোঁজার সময় এসেছে সারারাত শুধু কালশিটে চোখেতে।
বুকের ভিতরে পাথর সাজিয়ে মিথ্যে ইমারতের অভাবে।
কেউ তো ছিল না, আর কেউ তো থাকবে না আমার, মুক্তির পথে।
আমার মুক্তি, এ কোন আলোয়, রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে।
আমার কথা, কত কান্না মোছায়, কত সুর আর কথায় লেখা হবে।
ব্যর্থতা আর দায় সবটুকু আমার দ্বিধা কেই কথা ভেবে ভেবে।
ঠিক করে শুধু বলে দাও তুমি কাঁটার মুকুটে গোলাপ কি নেবে?
আজ মুক্তি আমার, মুক্তি তোমার, মুক্তি সবার, মুক্তির নিয়মেই, নিয়মেই।
সময় সবই ঠিক করে রাখে সারারাত জাগে মুক্তির খোঁজেই।
আজ মুক্ত আকাশ, আরও মুক্ত অবকাশ শূন্য থেকে শুরু হবে।
আমার মুক্তি, এ কোন আলোয়, রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে।
আমার কথা, কত কান্না মোছায়, কত সুর আর কথায়, লেখা হবে।
আমার মুক্তি, এ কোন আলোয়, রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে।
আমার কান্না কত গল্প শোনায়, কত সুর আর কথায় লেখা হবে।
Mukti Song Lyrics By Prithibi In English : 
Mukti Kothao Chaini Ami Mukti Tomra
Diyecho Amake, Amake.
Cholte Cholte Hariye Jabar Poreo Rasta Khojar Tagide.
Haraini Aajo, Shunno Chokhe Tobu, Khujchi Nijeke.
Mukti Khojar Shomoy Eseche Sararaat Shudu KalShite Chokhete.
See also  Classroom ( ক্লাসরুম ) lyrics || Prithibi|| Chapter-2 || Bangla lyrics||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button