Ads
Bangla_Rap_song

New Bangla Rap Song | Moddhobitto – (মধ্যবিত্ত) Lyrics | BD FriendZ | Banglalyrics580 |

Moddhobitto – (মধ্যবিত্ত) Song By BD FriendZ:

◾Song: Moddhobitto.
◾Vocal: Anthos Sajib, Akbar Ali, Tanjil Rasel. 
◾Lyrics: Shakil Showrov
◾Tune & Music: Shovon Roy. 
◾D.O.P & Video Production: Studio Protune.
RAP:
জীবনের শুরু থেকে গল্পটা বলছি
ওয়ান থেকে ফাইভ ক্লাস হেসে খেলে কেটেছে
সিক্স থেকে পরিবারের অভাবটা দেখেছি
তবু যেন না বুঝেও টেন পার করেছি
এই ফাঁকে কতো যেন কষ্ট যে সয়েছি
অভাব যে কাকে বলে সহজে দেখেছি
বাবার সেই সামান্য ইনকামে কেটেছে
কষ্টের মাঝেও বাবা বুঝতে তো দেয়নি
নিজে না খেয়েও আমায় ক্ষুদার্থ রাখেনি
মাও যেন মুখ বুজে সবকিছু সইতো
সন্তান বড় হবে এ দোয়াটা করতো
ভেবছিলাম একবারে লেখাপড়া ছেড়ে দেবো
বাবার কষ্ট গুলো দুই কাধে তুলে নেবো
এভাবেই এইচএসসি ধাপটা শেষ হলো
অনার্স টা কোনোমতে নিজ হাতে সেরে গেলো
টিউশনি করিয়ে কোনোভাবে পার হলো
মাস্টার্স করতেও টাকা নিয়ে টানাটানি
বাবার হাতে শুধু টাকা ছিলো কিছুখানি
টেনেটুনে ভর্তিটা হয়ে গেলাম এবারো
অবশেষে বাবার আজ স্বপ্ন পুরণ হলো
মাস্টার্স শেষ করে সনদটা নিয়েছি 
মনে বড় আসা নিয়ে চাকরি টা খুজছি
চাকরি টা যেন আজ খুব বেশি দরকার
নাহলে যে ক্ষুদাপেটে মরে যাবে সংসার
সনদটা নিয়ে আজো পথে পথে হাঁটছি
গ্রেজুয়েশন শেষ করে দারে দারে ঘুরছি
আমাদের শিক্ষাটা দেখবেনা কেউকি
চারিদিকে সমাজের কতো কথা শুনছি
বেকার তো নয় যেন বন্দি সে কারাগারে
জীবন বয়ে চলছে এক গাদা হাহাকার 
Chorus:
মধ্যবিত্ত যেনো এক গাদা কষ্ট
মধ্যবিত্ত যেনো জীবনটা নষ্ট। 
মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকা অপরাধ, 
মধ্যবিত্ত হয়ে জীবনটা বরবাদ।
RAP:
অসুস্থ বাবা আজ দেয়ালের এক কোনে
ইনকাম নেই তার, নেই আজ চাকরি
শেষে তার স্মৃতিগুলো করেছি তো বিক্রি
মায়ের গয়না গুলো জুয়েলারি দোকানে 
কত টাকা দেনা আছি হিসাব টা কে জানে
ছোট ভাই, ছোট বোন সবাই তো তাকিয়ে
তাদের স্বপ্ন গুলো মেটাবো যে কি দিয়ে
দায়িত্ব আজ যেন ডানা মেলে বসেছে
শরিরটা যেন আজ থরথরে কাপছে
চোখ দুটো কেন আজ বেইমানি করছে
অযথা সে লাল হয়ে নির্ঘুম কাটছে
হাত দুটো পা দুটো গুটিয়ে তো যাচ্ছে
সমাজটা যেন আজ ভুল চোখে দেখছে
সমাজের ভয়ে আজ লুকিয়েছি মুখটা
পুরুষ হয়েও যেন লাগিয়েছি ঘোমটা
চাকিরিটা মিলবেনা বেলা তুমি শুনছো
সনদটা নিয়ে হাতে তবু কেনো ঘুরছো
ছিড়ে ফেলো এ কাগজ, থেকেও মরা মগজ
চাকরি টা না পেলেও ভুলে যাও এ সমাজ
আত্মকর্মী তুমি হয়ে ওঠো একবার 
দেশেরও উন্নয়ন হয়ে যাবে বারবার
সমস্যা থাকে যদি সমাধানও আছে তার
হাত পা না গুটিয়ে মাঠে নামো বারবার
জীবনের কংকাল দেখতে না চাও
ভরসা না করে নিজে মেধা খাটাও
হয়তো হবে তুমি একদিন কোটিপতি 
থাকবেনা সেই দিন আর পায়ের তলে মাটি
বাবা মা যদি না থাকে আমার সাথি
দুঃখটা সেদিন যে কাকে আমি বলবো 
থাকবে হয়ে তা নিজেরই গল্প
Chorus:
মধ্যবিত্ত যেনো এক গাদা কষ্ট
মধ্যবিত্ত যেনো জীবনটা নষ্ট। 
মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকা অপরাধ, 
মধ্যবিত্ত হয়ে জীবনটা বরবাদ।
See also  Ali Baba lyrics | New Bangla Rap song 2021 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button