Ads
Overall

Nijeke Harabar Bhoy Lyrics (নিজেকে হারাবার ভয়) Rafa | Shishir |Banglalyrics|



Nijeke Harabar Bhoy Lyrics by Rafa :

Nijeke Harabar Bhoy Song Is Sung by Rafa. Starring: Baizid Haque Joarder And Rudmeela Nawsheen. Music Composed by Shishir Ahmed And Song Lyrics In Bengali Written by Bakhtiar Hossain. Mixed And Mastered by Shishir Ahmed And Rafa.

Song : Nijeke Harabar Bhoy
Singer : Rafa
Composition, Tune and Arrangement : Shishir Ahmed
Lyrics : Bakhtiar Hossain
All instruments : Shishir Ahmed

Cinematography and post production : Ahmed Hasan
Direction : Shishir Ahmed, Ahmed Hasan & Baizid Haque
Story & Produced by : Shishir Ahmed
Abstract story concept : Samudra Gupta & Tahmeed Hasan

Nijeke Harabar Bhoy Song Lyrics In Bengali :

ক্লান্তি জমে চোখের কোণে 
দৃষ্টি কেবলি ক্ষীণ হয়,
গুমোট বাতাসে যাচ্ছে সরে
নিজেকে হারানোর ভয়।
সব শূন্য মনে হয়,
চার দেয়ালের আঁধারে।

আমার আকাশ জুড়ে
আমি ক্লান্ত উড়ে উড়ে,
বিষন্নতার ঝড়ে,
বিষাদের রঙে হারাই, দূর সে অজানায়
নিজেকে হারাবার ভয়,
আমার কি আর হয়?
ও..ও..ও

কালো মেঘ এসে
দিচ্ছে ডাক আমায়,
কোন অচিন এক মায়ার মোহে হারায়,
এই ধরণীর সব ভুল হয়তো ফুটবে হয়ে ফুল,
তার সুবাস ছড়াবে জীবনের দু’কূল।

আমার আকাশ জুড়ে
আমি ক্লান্ত উড়ে উড়ে,
বিষন্নতার ঝড়ে,
বিষাদের রঙে হারাই, দূর সে অজানায়
নিজেকে হারাবার ভয়,
আমার কি আর হয়?
ও..ও..ও

আমার চার দেয়ালে
, কত বিষন্ন লেখা
লিখে গেছি আনমনে,
অজানার পথে তবে যাত্রা শুরু হয়,
উড়ে দূর সে আকাশে..
মেঘের দেশ ফেলে, নীলের ওপারে
অচিন কোন রঙের দেশে হারাই,
কোন দিগন্তে, আমার প্রতিবিম্ব
তাকিয়ে রয় অপলক,
আমাতে আমি হারাই ..

আমার আকাশ জুড়ে
আমি ক্লান্ত উড়ে উড়ে,
বিষন্নতার ঝড়ে,
বিষাদের রঙে হারাই, দূর সে অজানায়
নিজেকে হারাবার ভয়,
আমার কি আর হয়? 
ও..ও..ও
][ সমাপ্ত ][
See also  বন্ধু কালাচান কি মায়া লাগাইছে লিরিক্স (Bondhu Kala Chan Song Lyrics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button