Nirbaan ( নির্বাণ ) lyrics || Aushruto Band ||
Table of Contents
Nirbaan Song by Aushruto Band:
Nirban is the Title Tracks of the Album NIRBAN. This is the First Solo Album of Aushruto.
Song: 01 Nirbaan
Artist: Aushruto
Album: Nirbaan
Nirban lyrics In Bengali:
আমাদের প্রতিদিন কাটে কাজে ব্যস্ততাতে
যান্ত্রিক জীবনের নেই কোন প্রাণ অবসরে
প্রতিটি মানুষের আত্মা কাঁদে নিঃশব্দে
কালো রঙ মেখে গেছে সবার গহীনে
মেঘ করেছে, বিদ্যুৎ খেলেছে আকাশে
ঝড়ে পড়ুক আকাশ ভেঙে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে আবিরাম আজি
ধুয়ে যাক মুছে যাক সব ভুল
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে আবিরাম আজি
ধুয়ে যাক মুছে যাক সব ভুল
সদাকালোর জীবন ভেঙ্গে রঙিন ফোটা পড়ুক
ফিঁকে যাওয়া প্রকৃতিতে
অস্থিরতার গ্লানি ভুলে আসুক চঞ্চল আলো
আলোয় সাজুক নগরী
মেঘ করেছে, বিদ্যুৎ খেলেছে আকাশে
ঝড়ে পড়ুক আকাশ ভেঙ্গে
মেঘ করেছে, বিদ্যুৎ খেলেছে আকাশে
ঝড়ে পড়ুক আকাশ ভেঙ্গে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে আবিরাম আজি
ধুয়ে যাক মুছে যাক সব ভুল
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে আবিরাম আজি
ধুয়ে যাক মুছে যাক সব ভুল
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে
বৃষ্টি ঝড়ুক জগৎ জুড়ে
ধুয়ে যাক মুছে যাক সব ভুল