Norom Komol Deelruba ( নরম কোমল দিলরুবা ) lyrics | Aseer Arman |
Table of Contents
Norom Komol Deelruba Song Aseer Arman :
Norom Komol Deelruba Song Is Sung By Aseer Arman.Norom Komol Deelruba Song tune & composition By Aseer Arman.
- Song: Norom Komol Deelruba
- Lyric, tune & composition: Aseer Arman
- Studio Arrangement: Aseer Arman
- Percussion: Yeasin Tajib
- Appearance: Jui
- Producer: Zahid Shovon
- Camera: Faiyas Islam
- Video Editing: Aseer Arman
Norom Komol Deelruba Song lyrics in Bengali:
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেও,জাহাজ বোঝাই খাজনা দেব মেপে
নরম কোমল দিলরুবা, কয়টার সময় বের হবা?
ছাদের ঘরে ঘুড়ি বেধে ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে
হলুদ আলোয় সুন্দর দেখায় সুন্দর মাজার বাতি
বিকেল আলোয় আরো সুন্দর তোমার রুপের পাড়া!
ভোর হয়ে যাও, ঝড় হয়ে যাও
খোর হয়ে যাও বর্ষাতে…
পার হতে চাও, ধার নিয়ে যাও
আর পেতে চাও ছাড় পেতে
প্রেমের রাস্তায় ঢালাই চলছে সতর্কতায় চলো
শাড়ি সামলে ফুটপাথ ধরে হাতটা ধরতে বলো!
তোড় হয়ে যাও, ঘোর হয়ে যাও
চোর হয়ে যাও মাঝরাতে
মোড় নিবে নাও, ঘর ফিরে পাও
আর খেতে চাও এক পাতে
কিছু ঘুম আমি বন্ধক রাখলাম তোমার রঙিন টিপে
ফেরত চেও,জাহাজ বোঝাই খাজনা দেব মেপে
নরম কোমল দিলরুবা, সিদ্ধান্ত নাও কই যাবা
ছাদের ঘরে ঘুড়ি বেধে, ঝলমল হাসির মন্ত্র সেধে
রিকশার ডানায় চেপে.