Overall
Nosto Tumi ( নষ্ট তুমি ) Lyrics || Unmaad ||Aplin-Album||Sanket Sarkar||
Nosto Tumi Song By Unmaad Band:
Song Info-
Song : Nosto tumi
lyrics : sanket
album : aplin
composed : Unmaad
Nosto Tumi Song Lyrics By Sanket Sarkar In Bengali :
যত বার ভাবি ছাড়বো তোমায়
কাছে ডাকো আমায়।
আমার হাতের ছোঁয়া পেতে নাকি,
নিজের স্বাদ মিটায়। [২বার]
শুধু আমি নয়, গিলছে তোমায়
সব মানুষে, নষ্ট তুমি! [২বার]
ধোঁয়াশা ভালোবাসা না,কি ক্ষণিকের ছোঁয়া?
তোমার শরীরে আমার ঠোঁট, বিষাক্ত বিলাসিতা,
ধোঁয়াশা ভালোবাসা না,কি ক্ষণিকের ছোঁয়া?
তোমার শরীরে আমার ঠোঁট, বিষাক্ত বিলাসিতা,
আমি বাসি ভাল তোমায়, নিজের চাহিদায়
তুমি ডাকছো আমার মরণ, নিজের যন্ত্রণায়
ভালবাসা
সুখ – শাসন,
বেশ্যা – বৃত্তি
খুব প্রয়োজন
অভাবে নয়, স্বভাবে হয়
ভালোবাসার অপচয়
আমি বাসি ভাল তোমায়, নিজের চাহিদায়
তুমি ডাকছো আমার মরণ, নিজের যন্ত্রণায়
শুধু আমি নয়, গিলছে তোমায়
সব মানুষে, নষ্ট তুমি!