Ads
Overall

Obhilash lyrics – Sharong khan

Obhilash Song By Eshan ft Sharong:

Song – Obhilash

Vocal & Lyrics & Tune- Sharong Khan

Music composition- Eshan Dhrubo

Audio Mix & Master- Eshan Dhrubo 

Recording Studio: Apogee Production

Direction- Eshan Dhrubo

Cinematography- Uditya Kumar Sharma

Color correction- Eshan Dhrubo

Obhilash Song By Sharong Khan Lyrics In Bengali:

এই সুর কত দূর নিয়ে যাব হেঁটে

বল কবে দেখা হবে তোমারি সাথে,

এই সুর নিয়ে পথে আজও দাঁড়িয়ে

নিবে কি বল না তোমারি করে…||

যদি শুন্যতাই থাকে আমারি হয়ে

তবে স্বপ্ন কেন দেখি তোমারি করে..||

রাত জাগা কত কথা লেখা এ মনে

পড়ে থাকে নিরবে সুর সাথে নিয়ে,

পেছনে পরে থাকা যদি এই ভাবে

অভিলাষ হয়ে কেন যাচ্ছি এ সুরে…||

যদি শুন্যতাই থাকে আমারি হয়ে

See also  Ki Labh (কি লাভ) lyrics || Shitom Ahmed ||

তবে স্বপ্ন কেন দেখি তোমারি করে..||

এ পথ ঘুরে ওপথে,

খুঁজে বেড়াই তোমাকে

তোমারি নেশায় তোমার আশায় স্বপ্ন থাকে থমকে…

যদি শুন্যতাই থাকে আমারি হয়ে

তবে স্বপ্ন কেন দেখি তোমারি করে..||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button