Ads
Overall

Oboshad ( অবসাদ ) lyrics || Adverb ||

Oboshad Song By Adverb Band:

Band Members

  • Vocal: Pranto williwaw
  • Guitar: Rex Abaddon
  • Guitar: Abbasi Linkon
  • Bass: Tuhin pandit
  • Drum: Sohag Chakroborty

Oboshad Song Lyrics In Bengali:

সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও

এতো পথ চলার পরেও বাকি

কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে মুহূর্তগুলো

লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি

সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও

এতো পথ চলার পরেও বাকি

কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে মুহূর্তগুলো

লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি

হয় কি প্রথম প্রেম এমনই?

মন থেকে কেন যায় না হাজার ধুলেও মুছে

জেগে ওঠে পুরোনো ক্ষত আঁধার কুড়িয়ে রাত্রির মতো

ঘোলাটে অতীত অস্ফোটে

অবসাদ

জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো

তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট

বিষাধার

যেন চোখের কোটরে ধ্বংসের মতো

ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট

অবসাদ

জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো

See also  রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics)

তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট

বিষাধার

যেন চোখের কোটরে ধ্বংসের মতো

ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট

যদি কোনো একদিন ভোরে চোখ মেলে

দেখো আমি পাশে নেই

ভাববে কি বেঁচে গেছো তবে খুব?

চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া

যন্ত্রণা তোমাকে কাঁদাবেনা একা একা নিশ্চুপ

যদি কোনো একদিন ভোরে চোখ মেলে

দেখো আমি পাশে নেই

ভাববে কি বেঁচে গেছো তবে খুব?

চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া

যন্ত্রণা তোমাকে কাঁদাবেনা একা একা নিশ্চুপ

অধরা আলেয়ায় মিছে

অকারণ এতো ছুটে চলা কিসে

ইতি টেনে সব প্রশ্নের শেষ

জানো তুমি, আমারও জানা

একই পথে এসে মিলছে ঠিকনা

একই গন্তব্যে অবশেষ

অবসাদ

জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো

তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট

বিষাধার

যেন চোখের কোটরে ধ্বংসের মতো

ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট

অবসাদ

জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো

তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট

বিষাধার

যেন চোখের কোটরে ধ্বংসের মতো

ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button