Odd Signature – Amar Dehokhan ( আমার দেহখান ) lyrics
AMAR DEHOKHAN LYRICS ODD SIGNATURE :
Amar Dehokhan Song Is Sung by Ahasan Tanvir Pial From Bengali Band Odd Singature.Amar Dehokhan Song Lyrics In Bengali Written by Moontasir Rakib.
SONG CREDITS :
-
Song: Amar Dehokhan
-
Band: Odd Signature
-
Music : Moontasir Rakib
-
Lyrics : Moontasir Rakib
-
Vocal – Ahasan Tanvir Pial
-
Second/ Back vocal – Moontasir Rakib
-
Label: Odd Signature
-
Release Date : Oct 25, 2020
AMAR DEHOKHAN FULL SONG LYRICS:
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো,
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। – [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে,
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিও না শ্মশান,
এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা,
যা ফেলে গেছি।
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। – [ ২ বার ]
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
Amar Dehokhan Lyrics in English:
Eka boshe tumi,
Dekhcho ki Ekoi Akash
Din Seshe tar taragulo dibe dekha.
Meghe dakha tarar alo,
Dekhe theko tumi, dekho valo,
Hoyto tar majhe kuje pabe amay.
Shei dine,
Ek gane ek golpokarer golpo khuje pabe,
Khuje pabe na se golpo kar.
Dingulo,
Khuje pabe gaaner protita chonde,
Shunte pabe mrito manusher chitkar.
Table of Contents