Ads
Overall

Ong Bong Chhong (অং বং ছং) lyrics। Firoze Jong |

Ong Bong Chhong (অং বং ছং) Song By Firoze Jong:

Ong Bong Chhong song is sung by Ratul Sinha from  Bengali Band Firoze Jong.Ong Bong Chhong Song Lyrics by Firoze Jong.

  • Song – Ong Bong Chhong
  • Band – Firoze Jong
  • Ratul Sinha – Vocals
  • Azmaine Sayad – Bass
  • Hasin Aryan – Drums/Percussion 
  • Abtahi Iptesam – Guitars
  • Samin Yasar – Guitars

Ong Bong Chhong Song Lyrics In Bengali:

আমার জং ধরা নষ্ট,

শরীরের কষ্ট দেখে

ওরা বলে ওঠে

অং বং ছং

ওরা করেছে, সয়েছে

আমার আগে বুঝেছে

তাই বলে ওঠে

অং বং ছং।

শোন শোন তুমি

বলো নাকো মনের কথা

ওরা জেনে গেলে হবে

অং বং ছং

যা শুনেছে, তা মেনেছে

বেশীই বুঝেছে

তাই বলে ওঠে

See also  Jani Pabona ( জানি পাবোনা ) Lyrics By Imran And Shithee Sarker || Bangla New Song 2020 ||

অং বং ছং।

আমার নাই ভাতের কষ্ট

মাল ছাড়া মাথা নষ্ট

সকালেই ঘুম পায়

রাতে পথ ভ্রষ্ট

মনের চাহিদা মেটাতে

এদিক ওদিক

ঠোলা ধরলে

কি বলবো মুখস্থ

সমাজের ছিড়েছি যে তার

খেলায় নেয় না আর

বন্ধুবান্ধব সবাই

খুব ব্যস্ত

প্রেমিকার বুকে ছিল দাগ

তাতে পড়েছে যে ভাগ

সমস্যা নাই

আছে Bar নিকটস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button