Bangla_Song
Ora Chahite Janena Doyamoy (ওরা চাহিতে জানেনা দয়াময়) Lyrics | Shithi Saha | Rajanikanta | Banglalyrics580 |
Ora Chahite Jane Na Song By Shithi Saha:
Song : Ora Chahite Jane Na
Lyrics and Composition : Rajanikanta
Singer : Shithi Saha
Music Design: Sandipan Ganguly (Bublu)
Rhythm: Prabir Chatterjee
Octapad: Saumen Das (Bobby)
Guitar,bass: Subrata Banerjee
Keyboard: Arnab Chakravarty
Solo violin: Sandipan Ganguly (Bublu)
Flute, melodica: Soumyajyoti Ghosh (Bubun)
Sitar: Rahul Chatterjee
Studio Resonance: Sanjay Ghosh
Ora Chahite Jane Na Doyamoy Lyrics In Bengali:
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহিতে জানে না, দয়াময়
করুণার সিন্ধু-কুলে, বসিয়া, মনের ভুলে
এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয়
করুণার সিন্ধু-কুলে, বসিয়া, মনের ভুলে
এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয়
তীরে করি ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠিমুঠি
তীরে করি ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠিমুঠি
পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়!
ওরা চাহিতে জানে না, দয়াময়
কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা’ দিয়ে
দু’দিনের মোহ, ভেঙ্গে চুরমার হয়
কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা’ দিয়ে
দু’দিনের মোহ, ভেঙ্গে চুরমার হয়
তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া
তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া
ভাঙ্গিতে গড়িতে, হয়ে পড়ে অসময়
আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ
না চাহিতে নিরন্তর ঝর ঝর বয়
চির-তৃপ্তি আছে যাহে, তা’ যদি গো নাহি চাহে
চির-তৃপ্তি আছে যাহে, তা’ যদি গো নাহি চাহে
তাই দিও দীনে, যাতে পিপাসা না রয়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়
ওরা চাহিতে জানে না, দয়াময়
ওরা চাহিতে জানে না, দয়াময়
Ora Chahite Jane Na Doyamoy (ওরা চাহিতে জানে না, দয়াময়) Lyrics in English:
Ora Chahite Jane Na, Doyamoy
Ora Chahite Jane Na, Doyamoy
Ora chahe Dhon, jon, ayu, arogy, Bijoy
Ora chahe Dhon, jon, ayu, arogy, Bijoy
Ora Chahite Jane Na, Doyamoy
Korunar shindhu, bosiya, moner vule
Ek bindu bari tule, mukhe nahi loy
Korunar shindhu, bosiya, moner vule