Ads
Overall

Ora lyrics | হারায় ওরা হারায় | Tanzir Tuhin |

Ora Lyrics by Tanzir Tuhin :

Ora Song Is Sung by Tanzir Tuhin. Music Composed by Rasheed Sharif Shoaib And Haray Ora Haray Lyrics In Bengali Poem Written by Shakti Chattopaddhay.

  • Song : Ora
  • Lyrics : A poem by Shakti Chattopaddhay
  • Vocal : Tanzir Tuhin
  • Composition & Music : Rasheed Sharif Shoaib
  • Drums : Amzad Hossain
  • Mixing and Mastering : Rasheed Sharif Shoaib
  • Recording Studio : Studio Cowbell & Studio Nirbaan

Ora Song Lyrics In Bengali :

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

মেঘের থেকে রোদ বুঝিবা 

এমনি করে ছাড়ায়। 

ওরা জানে অনেক, অনেক 

পথ চলতে দাঁড়ায় ক্ষণেক,

গলির মুখে জিরাফ ওরা 

মানুষ খোঁজে পাড়ায়।    

কোথায় যেন যাবার কথা 

আজকে ছিলো ভোরে,

কিয়ৎ দাবি-দাওয়ার কলস 

ছিলোই তো কোমরে। 

এবং মুঠি রক্তঝুটির 

হাতগুলো সব নাড়ায় ..

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

বাধা যে দেয় তাকে এবং 

See also  Bharshammo ( ভারসাম্য ) lyrics Circus Police Band

সম্মুখে পা বাড়ায়। 

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

মেঘের থেকে রোদ বুঝিবা 

এমনি করে ছাড়ায়। 

ওরা জানে অনেক, অনেক 

পথ চলতে দাঁড়ায় ক্ষণেক,

গলির মুখে জিরাফ ওরা 

মানুষ খোঁজে পাড়ায়।

হারায়.. হারায়.. হারায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button