Oboyob
Oronne Kolponay ( অরণ্যে… কল্পনায়…) lyrics || Oboyob Band ||
Table of Contents
Oronne Kolponay Song by Oboyob Band:
- Track Title: Oronne Kolponay
- Artist: Oboyob
- Album: Abirbhab
- Track No.: 04
- Tune & Composition: Marzuq, Tahmid
- Lyrics: Marzuq
- Recording Studio: Metronome, Studio 100 Miles
- Mixing & Mastering: Marzuq
- Photography: Quest Videos
- Artwork: Kashfee Mahmood Tusha
- Visualization: Tafsin Ankan
- Production Partner: Metronome Practice Pad & Studio
- Distribution Partner: Mushroom Entertainment Inc.
- Promotion Partner: Bangladeshi Band Music Fans Community
- Radio Partner: Radio Dhol 94.0 FM
Oronne Kolponay Song lyrics In Bengali:
অতঃপর এইতো আমি
সব ছেড়ে একাকী
গভীর অরণ্যের মাঝে
মায়াবী এই রাতে
শুয়ে আছি ঘাসপথে
স্বপ্নীল আলোছায়ায়
পাতারা ভেসে চলে যায়
শীতল দমকা হাওয়ায়
কত কাছে আকাশ!
তারারা যেন ডাকে আমায়
বিমোহিত আমি আজ
সব বেদনা থেকে বহুদূরে
স্বাধীন আমি যেন উড়ে যাই দূরে,
আরও দূরে;
হারিয়ে যাই এই কল্পনায়!
হয়তোবা এ সময়
দ্রুত ফুরিয়ে যাবে
তবু আছি আশায়
সব হতাশা থেকে বহুদূরে
নির্ভয় আমি যেন উড়ে যাই দূরে,
আরও দূরে;
হারিয়ে যাই এই কল্পনায়!