Arbovirus
Oshonglognota ( অসংলগ্নতা ) lyrics – Arbovirus
Table of Contents
Oshonglognota Song By Arbovirus Band:
Oshonglognota Song Is Sung Sufi by From Bishesh Droshtobbo Bengali Album.
Song: Oshonglognota
Band: Arbovirus
Album: Bishesh Droshtobbo
Previous line up
Vocal – Ishtiaque
Guitar – Suharto/Ranjan
Drums – Ahsan
Bass- Jishan
Present line up
Vocal – Sufi
Guitar – Suharto/Ranjan
Bass- Jishan
Drums- Tanim
Oshonglognota Song Lyrics In Bengali:
দেয়াল ভেঙ্গে এক টুকরো আলো
উঁকি মারে অনিচ্ছায়
নেশার মত লাগে অপরিচিত বোধে
ভারি নি:শ্বাসে সে আপন
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
কিছুটা অস্পষ্টতায়, কিছুটা দ্বিধায়
নিজেদের আমরা সবাই ঘৃণা করি
মুখোমুখি যখন অবাধ্য আলোয়
মুখ ঘুরিয়ে নিই হীনম্মন্যতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না
নিজেকে আমি শুধুই হারাই অসংলগ্নতায়
এত আলো, এত সত্য আমি নিতে পারি না