Ads
Artcell

Ostitter Dike Pododhonir Sommohon Lyrics || Artcell || Agontuk ||

Ostitter Dike Pododhonir Sommohon Lyrics –Artcell:



Song : Ostitter Dike Pododhonir Sommohon 
Artist : Artcell
Album : Agontuk
Vocal : Lincoln
Label : G-Series 

Ostitter Dike Pododhonir Sommohon Lyrics By Artcell In Bengali : 

ক্ষত-বিক্ষত পৃথিবীটা বধির অস্ত্রের উচ্চারনে মুখরিত নির্জীব

পড়ে থাকো তুমি দেয়ালের পদতলে,

যদি তুমি আপোষ কর

পিছু হটা পদধ্বনি ক্রমাগত সরে আসে

নিঃসঙ্গ সম্ভাবনার দিকে,

দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন।


ক্ষত-বিক্ষত পৃথিবীটা স্বপ্নহীন সম্মোহনে বিষণ্ণ নীল
পড়ে থাকো তুমি সময়ের পদতলে,
যদি তুমি আপোষ কর
সময়ের ক্লান্ত শরীর ক্রমাগত সরে আসে
নিঃসঙ্গ সম্ভাবনার দিকে,
দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন।
তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে ছোটে আগামীর শূন্যতায়
যদি তুমি উঠে আসো শৃঙ্খলিত মিছিল ভেঙ্গে।
এখানে শুধু বাকরুদ্ধ দেয়াল
দেয়ালে তোমার আমার করুণ ক্রীতদাস ছায়া,
ছায়ার শরীর।
অশরীর তুমি পরাজিত জীবনের অচেনা নায়ক উঠে এসো আজ
তোমার রুদ্ধদ্বার অন্ধকার হতে অস্তিত্বের মৃত প্রাণ,
আবার উচ্চারিত হোক সময়ের বধির দেয়ালে। 
][ সমাপ্ত ][
See also  Leen Lyrics By Artcell ||Oniket Prantor||Banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button