Ostitto ( অস্তিত্ব ) lyrics || Beats Of Dream ||
Table of Contents
Ostitto Song By Ahmed Apon:
Ostitto Song is sung by Ahmed apon from Bengali Band Beats Of Dream.Ostitto Song lyrics in Bengali written by Syed Ariful Islam Aowan.
- Song name:Ostitto/অস্তিত্ব
- Band:Beats of Dream(BOD)
- Lyric & Tune : Syed Ariful Islam Aowan
- Frontman : Ahmed Apon
- Guitar : Md Rackvi
- Guitar : Syed Faridul Mahi
- Drums : Syed Ariful Islam Aowan
- Bass : Imtiaj Mahmud
Ostitto Song lyrics in Bengali:
অস্তিত্বহীন আমি বড় ক্লান্ত
বড্ড একা তাকিয়ে দেখ
খুঁজে নিও আমায় এই গানের মাঝে
গানের মাঝে
পিঠ যে আজ ঠেকে গেছে
শূণ্যের অই দেয়ালেতে
তাকিয়ে দেখ
কতো একা আমি
কেঁদে যাই এই শূন্য ঘরেতে
তুমি আছো এখনো আছো,
শুধু অচেনা হয়ে গেলে
আর আমি তোমার পিছু নিয়ে
আছি ,….
শূন্যের শেষে……..
পারবোনা আমি ভুলতে তোমায়
হাটতে চাই সে হাত ধরে আবার
পারবোনা আমি ভুলতে তোমায়
দেখতে চাই সে চাঁদটাকে আবার
তুমি আমারই ছিলে
তুমি আমারই রবে-
যতো দূরে যাও
যতো হাত ধরো
রবে আমারই
আজো আমি স্বপ্ন বুনি
নতুন কোন ভোরের আশায়
আজো আমি স্বপ্ন বুনি
প্রিয়তমা তোমায় দেখার আশায়
তুমি আমারই ছিলে
তুমি আমারই রবে-
যতো দূরে যাও
যতো হাত ধরো
রবে আমারই
তুমি আছো এখনো আছো,
শুধু অচেনা হয়ে গেলে
আর আমি তোমার পিছু নিয়ে
আছি…