Otole Shohortoli ( অতলে শহরতলী ) lyrics || Shohortoli Band ||
Table of Contents
Otole Shohortoli Song By Shohortoli Band :
শিরোনামঃ অতলে শহরতলী
মূল কবিতাঃ বন্দী (শাহাদাত হোসেন)
গীতিকবিতায় রূপান্তরঃ তপন মাহমুদ
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী,
অ্যালবামঃ বরাবর শহরতলী
Otole Shohortoli song lyrics in Bengali :
একটু একটু করে
একের পর এক দিন গড়িয়েছে৷
সন্ধ্যা, রাত্রি
… ব্যাস্ত তিলোত্তমা নগরী
রূপ বদলেছে৷
শাহবাগে ফুলের দোকান বেড়েছে
বাসের লাইনে ভিক্ষুক,
লোডশেডিং, বিলাসবহুল বাড়ি
গাড়ির সাথে নারী৷
বিনোদনের ধরন বদলেছে,
সংসদের সিড়িতে বসে থাকা
লোকাল বাসে চড়ে
মানিব্যাগের দিকে নজর দেয়া;
এখন আর হয় না৷
নির্বাচন হয়েছে, নির্যাতন হয়েছে,
এসিড ছোড়ার নাম সুধী সমাজ
এসিড সন্ত্রাসে রেখেছে৷
এই শহরের বুকের খুব কাছে
মঙ্গল এসেছিল ক’দিন আগে৷
সাইনবোর্ড ব্যানারে ছেয়েছে
ফার্মগেট; আনোয়ারা পার্কের
একটা গাছও বাদ যায়নি৷
দিনপঞ্জি ছেয়েছে
জানা-অজানা দিবসে৷
পথ শিশুরা আদর পেয়েছে
সোনারগাঁ হোটেলে৷
শুধু স্মৃতিগুলো বদলায়নি;
আদর পেয়ে, যত্ন পেয়ে
চেপে বসেছে৷
অসহ্য যন্ত্রনায় ডুবে ডুবে
স্বপ্নের ঘোরে কুঁকড়ে যাই৷
নিজের উপর নিয়ন্ত্রন হারাই;
বড় অসহায় , বড় যন্ত্রনাম
বড় ভালোবাসাময়৷