Owned The Band
Owned – Ohom Lyrics ||
Ohom Song By Owned:
Song: Ohom
Band: Owned
Co-composed by Zakir Hossain
Keys – Samiul Haque
Owned – Ohom Lyrics In Bengali:
অপেক্ষা শেষে এখনও
পেরিয়ে এসে এত দূরে
অশ্পট রঙ এর
ভয়
ঝলসে ওঠে
তোমার শরীরে
চিৎকার করে
বল তুমি
তোমার মাঝে
আসি ফিরে
কখন হবে
এই ক্ষণ শেষ
অপরাধী.. নির্বোধ…আলো
আলোর নিঃশ্বাস
ক্রমশে আবেগ
হারায় তোমার ব্যর্থ
চিৎকারে।
অন্ধকারের মঝে
অস্হির সময় যখন
বয়ে যায়
আমি আসি ফিরে
দু’পাশে দেয়াল যখন
সরে যায়
চিৎকার করে
বল তুমি
তোমার মাঝে
আসি ফিরে
কখন হবে
এই ক্ষণ শেষ
অপরাধী.. নির্বোধ…আলো
আলোর নিঃশ্বাস
ক্রমশে আবেগ
হারায় তোমার ব্যর্থ
চিৎকারে।
বেলা শেষে ভেবে দেখ
নিজের মাঝে কি পেয়েছ?
সবার মাঝে হারিয়েছ।
বেলা শেষে ভেবে দেখ
নিজের মাঝে কি পেয়েছ?
সবার মাঝে হারিয়েছ।