Pache Loke Kichu Bole ( পাছেলোকে কিছু বলে ) lyrics||Battoy Band ||
Table of Contents
Pache Loke Kichu Bole lyrics by – Battoy Band:
Battoy is a bangladeshi rock band formed by four mates in june 2016.We like to play music for ourselves as well as to please others. Battoy was formed by four mates named zakir uddin khan, sheikh rajib, kamrul hasan shibly(former), tanvir rayhan pavel in june 2016. Zakir on guitar,sheikh on bass come vocal, ashraful isalm on drums and pavel on vocal..
Song: Pache Loke Kichu Bole
Vocal: Pavel
Band: Battoy
Guitar: Zakir
Bass: Sheikh rajib
Drums: Ashraful Islam
Pache Loke Kichu Bole Song by Battoy in Bengali lyrics:
তুমি জানো কি, বেদনার রং
জীবনে আঁকে, কতশত সং
তুমি জানো কি, হতাশার সুর
মনকে বলে, বাদ দাও ধুর
বাহিরেতে সুখসুখ ভাব
ভেতরটা খাখা করে
কতশত স্বপ্ন প্রতিনিয়ত
ভাঙ্গেগড়ে
ভালোবাসা সস্তায়, আজ এত কেন পস্তায়
বেদনারা মেলে ডানা
ভালোবাসা সস্তায়, আজ এত কেন পস্তায়
অভিমানে ঘরে ফেরেনা
তুমি জানো কি, সততার জয়
বইপুস্তকে, আজএটেঁ রয়
তুমি জানো কি , প্রতিভার দাম
পায়না ঝরিয়ে, গায়ের যে ঘাম
বাহিরেতে সাদাসিধে ভাব
ধরি মাছ, না ছুঁইপানি
সুযোগের সৎব্যবহার,
পুরোটাই করতে জানি
সততা সস্তায়, আজ পচে গোলে রাস্তায়
কোনো কিছু করার, যে নেই
পাছেলোকে কিছু বলে, এটাই ভেবে সামলে চলে
আটকেযেরয়, ভুলতে