Ads
Fossils

Phire Cholo ( ফিরে চলো ) Lyrics By Rupam Islam || Fossils 3 ||Banglalyrics580||

Phire Cholo Song By Fossils:

Song Name: Phire Chaulo (ফিরে চলো)
Vocal: Rupam Islam
Band: Fossils
Album Name: Fossils 3
Release date: September 2009
Music Label: Asha Audio
Phire Cholo ( ফিরে চলো ) Song Lyrics By Rupam  Islam bangla :
আমি ভিজেছি শহরের সন্ধ্যায়
সাইকেডেলিক আলোয়
ঘুম ভেঙেছে এলার্মের শব্দে
আমি ফিরতে চেয়েছি ভালোয়
আমি ফিরেছি ফের তোমার কথায়
আর তোমার মায়াবী স্পর্শে
আশ্রয় নিতে বারবার বিগত
শত শহস্র আলোকবর্ষে
তুমি বলেছিলে ভালোবাসা
সব চেয়ে বড় হতে পারে
কারো নিঃস্তরঙ্গ জীবন স্রোতে
কালবৈশাখী হতে পারে
ঘরভাঙা ভালোবাসা পারে
ফের অন্য ঘর গড়ে দিতে
বিশ্বাসের নিঃশ্বাসে ভালোবাসা
পারে ক্রোধ তুচ্ছ করে দিতে
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ও হো-ও-ও…
অসময় যখন আমাকে
ঘিরে আঁকে অভিশাপের বলয়
ও মহাপ্রলয়ে উড়িয়ে দেব
যত বিস্ফোরনের শুকনো ছাই
আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয়
লিখে দেবো শুধু তোমাকে চাই
তুমি হয়তো এখনো জানোনা
কারো সাধ্য নেই আমায় আটকায়
আমি ভালোবাসবো আবার তোমায়
যত বেশী ভালোবাসা যায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায় (x3)
ফিরে চলো লিরিক্স -রুপম ইসলামঃ
Ami bhijechi sohorer sondhai
Cycle phele kaloi
Ghum bhengeche Alarm er sobde
Ami phirte cheyechi bhaloi
Ami phirechi pher tomai kothai
Aar tomar mayabi sporshe
Ashroy nite parbar bigoto
Soto sohoshro alokborshe
Tumi bole chile bhalobasai
Sob cheye boro hote pare
Karo nistor ondhojibon shrote
Kaalboisakhi hote pare
Ghorbhanga bhalobasha pare
Pher onno ghor kore dite
Biswas er niswas e bhalobasha
Pare koturjo kore dite
Phire Chaulo
Sob chire chaulo
Jekhane mon jete chai
Ami achi tomar opekhai
Station e jokhhon sesh train darai
Phire Chaulo
Sob chire chaulo
Amader apurno ichhai
Ami achi tomar opekhai
Jibone jokhon sesh train darai
Ohhoooo oo
Osomoy jokhon amake
Ghire anke obhishap er boloi
O Mohaproloye uriye debo
Joto bishphoroner sukno chai
Ami brombhander protiti dhuloy
Likhe debo sudhu tomake chai
Tumi hoyto ekhono janona
Karo shraddho nei amai atkar
Ami bhalobasbo abar tomai
Joto beshi bhalobasha jai
Phire Chaulo
Sob chire chaulo
Jekhane mon jete chai
Ami achi tomar opekhai
Station e jokhhon sesh train darai
Phire Chaulo
Sob chire chaulo
Amader apurno ichhai
Ami achi tomar opekhai
Jibone jokhon sesh train darai..[3x]

Band Members:
Rupam Islam (lead vocals, acoustic guitar & composer)
Deep (guitar, backing vocals & composer)
Allan Ao (guitar, backing vocals)
Chandramouli (bass, backing vocals)
Tanmoy (drums, percussion)
See also  Obhijaan lyrics - Fossils

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button