Ads
Overall

Preme Pora Baron Lyrics || Lagnajita Chakraborty ||

Preme Pora Baron Song By Lagnajita Chakraborty:

Song : Preme Pora Baron
Singer : Lagnajita Chakraborty
Music composer : Ranajoy Bhattacharjee
Lyrics : Ranajoy Bhattacharjee
Music arrangement,programming and music production  Ranajoy Bhattacharjee
Guitar – Raja Chowdhury
Violin – Rohan Roy
Recorded by Neel Basu at Sonic Solution Studio.
Mixing and mastering – Anirban Ganguly
Preme pora baron Lyrics in Bengali :
তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলার ছিল
সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়ে ছিল
দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি
তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ
প্রেমে পড়া বারণ
কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ
See also  একটা গোপন কথা -Ekta Gopon khota lyrics by Topy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button