Ads
The Tree Band

Promaad Swapno ( প্রমাদ স্বপ্ন ) lyrics | The Tree |

Promaad Swapno Song By The Tree Band:

  • Song: Promaad Swapno
  • Lyric, composition, music arrangement  – Nazim Uddin Zahed
  • Recorded at – Studio Big Bang 
  • Song mix – Sarbojit 
  • Final Mix / Mastering – Syed Arif Al Haque
  • Artwork – Sharafat Siddiqui Raheb
  • Music Video Concept, Script, Direction: Nazim Uddin Zahed
  • Camera works, Lights andh!! Co-direction: Nafiz Sadekin
  • Supported by: Arpeggio Music School & Workshop 
  • Co-sponsored by: Studio Big Bang, Acoustica, Deft Guitars 

Promaad Swapno Song lyrics In Bengali:

আমার কণ্ঠে জড়িয়ে রাখা 

যত কথা হয়ে যায় গান

তীব্র সেই আবেগে ক্ষত 

সব হয়ে যায় ম্লান 

হোকনা সে নিজের জন্যে

হোকনা প্রকৃতির

বিলিয়ে যাক হৃদয়ের যত

কাছে আসার তদবির

পারফিউম যা পরিচিত

মাথার ভেতর অবিরত 

খুঁজে যাওয়া এক নাম 

বুকের মাঝে মুখ লুকিয়ে 

See also  Iccher akash (ইচ্ছের আকাশ ) Lyrics ||By TheTree Band || Ei shohor theke|| Banglalyrics580||

টেনে নেওয়া সুঘ্রাণ 

 

রঙ্গিন হয়ত হয়নি 

তবু জেগেছে এই চর

সেই বাঁধানো বালির ঘরে

সবাই খুবই পর 

হ্যামোক দোলা এই শরীরে 

মুক্ত ঠান্ডা মারুত

হাজার বছর পাহারায়

এই জংলা অটবি অনাহুত

হয়ত স্বপ্নে এলোমেলো

উডেন করিডোর

ডানে ছিন্ন কপাট কাঁচ

স্মৃতির সিঁড়ী বেয়ে নেমে গেলে

ভেজা বালির স্তুপ ভাঁজ

বালিশ ছেঁড়া, উড়ছে তুলা 

ভাঙ্গা খাটের আর্তনাদ 

হঠাৎ জেগে আলো আঁধার 

কিযে স্বপ্ন অলীক বাঁধ

আমি টালমাটাল হারিয়ে উঠি 

কফির কাপে খুঁজে ফিরি 

সুদিন, সবুজ, স্বর্গ, সুন্দর

শুধু ভেবে যাই …

কেনো তেতো মুখ

আর গরম শরীর হাত কপাল  

একি জ্বর? নাকি ভ্রম?

একি একা? বা ক্লান্তি পরিশ্রম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button