Prosthan ( প্রস্থান ) lyrics || Shohortoli Band ||
Prosthan ( প্রস্থান ) song by Shohortoli Band :
- শিরোনামঃ প্রস্থান
- গীতিকবিতাঃ মিশু
- সুরঃ মিশু
- কবিতাঃ শামসুর রাহমান
- ব্যান্ডঃ শহরতলী
- অ্যালবামঃ বরাবর শহরতলী
তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি নি,
আমাকে মন থেকে মুছে ফেলবে,
তুমি আছো এই সংসারে, আছো বারান্দায়,
মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল,
দেখছো, দেখছো তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে,
অন্তহীন উদ্যমের মধ্যে…
দেখছো, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন
চলে যাওয়ার পথে
পিছু ফিরে দেখো আমাকে,
আছো তুমি শুধু এই হৃদয়ে।
ভালোবাসি শুধু তোমাকে,
ভুল বুঝো না এই আমাকে;
না পাওয়ার বেদনা কাটে নীরবে।
স্বপ্ন হয়ে আছো, চিরকাল থেকো
আমার ভালোবাসার ছোঁয়াতে।।
আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি অস্তিত্তের দুহাতে ফোটাচ্ছ ফুল,
আমি ভাবতেই পারি না, যখন ভাবি,
হঠাৎ করে একদিন, আমাকে ভুলে যেতে পার,
যেমন ভুলে গেছো, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস,
তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে
আমার সামনে পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে
স্বপ্নীল সেই স্মৃতিতে,
ফিরে আসার সেই আশাতে,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে।।
স্বপ্ন হয়ে আছো, চিরকাল থেকো
আমার ভালোবাসার ছোঁয়াতে।।
তখন, তখন একটা বুনো ঘোড়ার ক্ষুরের আঘাতে,
ক্ষত-বিক্ষত হয়ে আমাকে, আর আমার আর্তনাদ,
তখন ঘুরপাক খেতে খেতে অবশুন্য হয়ে পরে নিশ্ছুপ এক সময়,
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে
নিশ্চুপ নীরবতা তোমার, হৃদয়ে যেন আমার
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে।।
স্বপ্ন হয়ে আছো, চিরকাল থেকো
আমার ভালোবাসার ছোঁয়াতে।।
বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার