Mechanix
Protipokkho ( প্রতিপক্ষ ) Lyrics || Mechanix Band ||
Table of Contents
Protipokkho Song By Mechanix Band:
Protipokkho Song By Mechanix Band From Oporajeyo Bengali Album.Protipokkho Song Lyrics in Bengali Written By Doyeedt Annahaal.
- Song: Protipokkho
- Band: Mechanix
- Album: Oporajeyo
- Lyrics: Doyeedt Annahaal
- Composition: Mechanix
Protipokkho Song Lyrics In Bengali:
ভাঙছি গড়ছি নিয়ত নিজেকে
নিয়ত নিরীক্ষা অন্তরালে
নিজের ভেতর
ভিন্ন ছায়ায় একই বিন্দু আবার
আয়নায় প্রতিসরিত জেগে থাকে
কে সে!
এইসব আলোয় একা
শুধুই ছায়ার খেলা
দিন বদলায়
সময়ের ভেতরে
জন্মায় অন্য মুখ
আমার মত
প্রতিনিয়ত
মুখের ভীওে প্রতিমুখ ॥
শুনছি শব্দের নি:শব্দ মৃত্যু
ক্রমশ: নিরাশ্রয় চোখের ভেতরে চোখ
বহুগামী চোখে দৃশ্যের উৎসব
ভিন্ন শব্দে চেনা উচ্চারিত শোক
এইসব আলোয় দেখা
আমার আমিকে একা
আমি আমার বিষন্নতা
আমার ঘৃনা ক্ষোভ
অন্তজ আগুনে পুড়ে
জেনেছি প্রতিপক্ষ
রোদেও আগুনে যে ছায়া,
ক্রমশ: গ্রহণের মতো
অনন্ত অনাদি গ্রাসে
async
রেখেছে আমার জন্ম…