Rasta Dhula O Manush ( রাস্তা ও মানুষ ) Lyrics || Aether || Highway ||
Table of Contents
Rasta Dhula O Manush Song By Highway Band:
Song: Rasta Dhula O Manush
Vocal: aether
Band: Highway
Rasta Dhula O Manush Song Lyrics In Bengali:
কেন আসমানি বন্দি, আসমানের উপরে,
কেন আধারি নীরবে শুয়ে গলির পাশের ঘরে।
আমি ৯ বছর বয়সে খালি পায়ে হেটেছি,
পথে নিশ্বার্থ কুকুরের প্রেম পেয়েছি/দেখেছি,
শুধু পাইনি সার্থপর মানুষের দৃষ্টি,
আহা বিধাতার একি, অনন্য সৃষ্টি,
আমার ছিল না কিছুই তাই পাইনি একটা চাঁদর,
অথচ বুট পরা বাবুরা, পেলো কত সমাদোর।
জীবনে অনেক কিছুই আমি দেখে ফেলেছি তাই…!
আজ আর কষ্ট চোদার ভিসা নাই… অ্যাঁ…!
আমার বাপ দাদা সবি আছে বংশ পরিচয় নাই,
তাই জিম মরিসন আমার নানার দাদাতো ভাই,
হৃদয় টা ছিঁড়ে চলে গিয়েছিল এক বালিকা,
তাতে বিষ দিয়ে ছবি একেছিল সেই মালিকা,
ছবি আকা শেষে তাতে আগুন ধরিয়ে দিল,
আমার, চোখ দুটো ছাড়া সব পুরে ছাই হয়ে গেল,
মাংস তো ছাই হলো হার জলছে এখোনো,
সেই ছাই বেচে আজ বেচে আছি এখনো।
ছাই বেচা টাকা দিয়ে পেতেছি সংসার,
জ্বলন্ত হার দিয়ে বাতাস পুরছে আবার!
সেই ছাইয়ের গন্ধ নিতে, মানুষ ছুটছে পিছু,
আমার, অন্ধু ছিল অনেক, এখনো রয়েছে কিছু,
অনেক ঋণ করেছি, মরতে পারিনি তাই…
গরিব বাপ মা তাই, পাগলো হতে পারিনি ভাই…
জীবনে অনেক কিছুই আমি দেখে ফেলেছি তাই…
আজ আর কষ্ট চোদার ভিসা নাই… অ্যাঁ !