Ads
Overall

Ratrir Prohori ( রাত্রির প্রহরী) lyrics | Circus Police Band |

Ratrir Prohori ( রাত্রির প্রহরী) lyrics By Circus Police Band:

Ratrir Prohori Song by Circus Police Band from the upcoming debut album “Darshonik Chourki”.Written, produced and performed by Circus Police.Lyrics by Zaki Adnan.

  • Song: Ratrir Prohori
  • Band: Circus Police
  • Recorded at Butter Communications 
  • Mixed, mastered and co-produced by Anik Khan at Butter Communications
  • Animation Artist: Riyadh Islam

The Guilty Party is

  • Zaki Md. Adnan 
  • Tanjib Chowdhury
  • Efaz Khan
  • Zulyad Quazi

Ratrir Prohori Song lyrics in Bengali:

হাজারো তারা মিলে

তোমার নকশা আঁকে

মহাকাশের শিল্পঘরে

উপকূল জ্বেলে ওঠে

লালচে-হলুদে, জোনাকিদের উৎসবে

মেঘের শহর থেকে পারি দেয়

রঙিন পালের

উড়োজাহাজে, রাত্রির দেবতারা

অবতরণ করে

একবার যদি দেখিতে

আমার দুচোখ দিয়ে

রাত্রির আলিঙ্গনের চালে যদি

একবার জড়াতে

আঁধারের উষ্ণতার সাথে যদি

মুখোমুখি হতে

See also  Keno Piriti Baraila re Bondhu Lyrics - Shah Abdul Karim ||Habib Wahid|| Banglalyrics580 ||

বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে

হাজারো পরীদের

রানীর স্পর্শে

পরমের তুফান জেগে ওঠে

ডাকাতিয়া সুরে দল বেঁধে

পাপিয়ারা গুনগুন করে তোমায় ডাকে

মেঘের শহর থেকে পারি দেয়

রঙিন পালের

উড়োজাহাজে, রাত্রির দেবতারা

অবতরণ করে

একবার যদি দেখিতে

আমার দুচোখ দিয়ে

রাত্রির আলিঙ্গনের চালে যদি

একবার জড়াতে

আঁধারের উষ্ণতার সাথে যদি

মুখোমুখি হতে

বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে

একবার যদি দেখিতে

আমার দুচোখ দিয়ে

রাত্রির আলিঙ্গনের সাথে যদি

একবার জড়াতে

আঁধারের উষ্ণতার সাথে যদি

মুখোমুখি হতে

একবার যদি দেখিতে

আমার দুচোখ দিয়ে

বারেবারে ফিরে আসতে

বারেবারে ফিরে আসতে

বারেবারে ফিরে আসতে

এই প্রহরীর রাজত্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button