Room No 17 Lyrics || Level Five ||
Room No 17 Song By Level Five:
Song: Room no 17
Vocal:
Lyrics: Ehsan kaizer
Room No 17 Lyrics In Bengali:
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে,
খুজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে।
মোবাইলে মিলছেনা আর, ফোনও ধরছেনা আর
এককথা আর ভালো লাগছে না
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে,
খুজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে।
তুমি আবার দেখো ভালো করে
সামনের হলের, দানে গিয়ে, বামের অনুসন্ধানে
মিলছেনা মিলছেনা না আর দুইয়ে দুইয়ে মিলছেনা আর
মিলছেনা মিলছেনা না আর ছবির মিলছেনা আর
মিলছেনা মিলছেনা না আর দুইয়ে দুইয়ে মিলছেনা আর।
রুম নো ১৭ লিরিক্স:
na nei, sekhane jake khuje chile tumi budhbare
na nei, sekhane jake dekhechile mongolbare
dekhechile hoyto take, bhul o hote pare,
khuje dekhte paro take room no soterote.
Related Song – Level Five: