Overall
Sahana Bajpaie- Shunya Khatar Gaan ( শূন্য খাতার গান ) lyrics
Table of Contents
Shunya Khatar Gaan Song By Sahana Bajpaie:
Shunya Khatar gaan Song Is Sung By Sahana Bajpaie.Shunya Khatar Gaan Song Lyrics In Bengali Written By Debasmita.
- Song: Shunya Khatar Gaan
- Singer : Sahana Bajpaie
- Lyrics: Debasmita
- Composition, Arrangement, Piano, Keyboard Programming, Bass, Guitar (Additional): Aador
- Guitar: Satadru Das
- Violin: Aniruddha Chakraborty
- Mix and Mastered by: Tirthankar Majumdar
- Recorded at: Hindusthan Record
- Mix and Mastered at: Soundhouse Blues
- Visual Concept: Shinjan Neogi
- Animation: Shinjan Neogi and Abhishek Panchal
Shunya Khatar Gaan Song Lyrics In Bengali:
সন্ধ্যে তুমি বলতে পারো আমায় s
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু হাত ভরে কাজে
কোথায় যেন লুকিয়ে আছে জীবন
মনখারাপের গোলাপি মন্তাজে
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময়
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
শুন্য খাতা এত্ত কেন ভাবায়
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়