Shakkhi ( সাক্ষী ) lyrics || Highway Band ||
Table of Contents
Shakkhi Song by Highway:
Shakkhi song is sung by Hasan Aether from Train Poka Bengali album.Shakkhi song lyrics In Bengali written by Hasan Aether.
Song – Shakkhi
Band – Highway
Ishmam Intesar – Guitars, keys, Bass
Samuel Adhikary – Drums
Nistar Nadvi – Bass
Samin Yasar – Guitars
Hasan Aether – Vocals, Lyrics, Tune, Guitar
Ahmed Hasam Rabbi – Band Manager
Shakkhi song lyrics In Bengali :
কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর ,
এই অদ্ভুত পৃথিবী
কেও কারোর নয়
কত রক্তে বিষ মিশে যায়
কি সেই নির্মম আঘাতে
থাকে দেয়ালের ওপাশে বন্দী
নাই কোনো সাক্ষী নাই
এত আপন ভেবেছো যাকে
সেও নিচ্ছেনা ‘ত খবর
প্রতিদানের ফাসিতে ঝুলছে
জীবন্ত লাশ তোমার
আজ নির্বাক তাকিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম
তুমি ফিরে পেতে চাও না কিছু
জেগে থেকে লাভ কি আর
আঁধারে
অবহেলায়
অবলীলায়
ধিক্কার দেয়ালে বন্দী
সান্ত্বনা নেই প্রার্থনা’র
আজ নিঃশেষ হবার বেলায়
নাই কোনো সাক্ষী নাই
চেয়ে দেখো বন্ধু তুমি একা নয়
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখো কুয়াশায় ঝরছে রোদ
জানালা খুলে দাও
চেয়ে দেখো বন্ধু তুমি একা নয়
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখো কুয়াশায় ঝরছে রোদ
জানালা খুলে দাও