Shironamhin – Abar Hashimukh ( আবার হাসিমুখ ) lyrics
Table of Contents
Shironamhin – Abar Hashimukh song lyrics:
- Song: Abar Hashimukh
- Vocal: Tuhin
- Album: Shironamhin
- Band: Shironamhin
- Lyrics & Tune: Ziaur Rahman Zia
- Year of publication – 2011
The lineup of Shironamhin:
- Ziaur Rahman: Bass, Sarod, Violin
- Tanzir Tuhin: Vocal
- Kazi Ahmad Shafin: Drums, Sarod
- Diat Khan: Guitar
- Rashel Kabir: Keyboard
Abar Hashimukh Song Lyrics In Bengali:
সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।
বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।
বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর …
Abar Hashimukh Song lyrics English Translated:
Once I had ecstasy, kisses filled with hesitation
Deep breath from a lover, fountain of smile
Catkin bloomed in this wrong season, accurate as fate
Like a living flower of clouds in the chest of a wounded soldier
If the homecoming birds remain silent, ripples with murmur inside my heart
The wave of the crowd of sailors, though some of them confessed their sin
If you go a long way carrying funeral anthem, I will bring you smile one day.
Sunshine, we will grow old together
A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly
I walk along the road as you are counting on me,
I walk along the road as you are counting on me.
Butterflies fly inside my chest ribs, vibrant is the horizon of dream
Can bring on a reckless sunny day whenever he wishes
Beloved was blushing as the sun shined
I walk on your city till today.
Sunshine, let’s grow old together
A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly
Happiness & sorrows soaked in the rain, smiling faces at open windows
Some butterfly clouds are flying in the windows inside my mind
Sunshine was at my windows, clouds floated far away
All the favorite notes of the city ran away leaving life.
I walk along the road as you are counting on me.
I want to walk a long long way.
On every street, on every windows
Those among you who want to go a long way smiling,
I walk along the road as you are counting on me.
I walk a long long way…