Ads
Owned The Band

Shomorpon ( সমর্পণ ) lyrics – Owned

Shomorpon Song By Owned Band:

Shomorpon‘ is the second track from the EP ‘Eighteen’.Shomorpon Song Lyrics By Siam Ibn Alam.

Song: Shomorpon

Band: Owned

Lyrics – Siam Ibn Alam

Record label – Big Fuzz Records

Artwork – Ishmam Salim

Promotional partner – New Gen Rising

Shomorpon Lyrics In Bengali:

যাচ্ছে ক্ষণ, 

সময়েই সমর্পণ। 

সেই দ্বিধা ক্ষণ 

পুড়েছে মুছেছে মিশেছে সব। 

উড়ছে মন, 

আমাদের আলাপন। 

উদাসী মনে, 

হেসেছে ভেসেছে সব৷

এই 

ঘোলাটে রাত! 

কেটে আসবে যে সকাল, 

যাচ্ছি কোথায় হারিয়ে? 

এই 

ধোঁয়াটে চোখ! 

কেটে যাবে সবই ভয়, 

ঘুরছে কেন এই ঘোরে? 

এই ঘোরে।

বাড়ছে ভ্রম, 

সময়ের আয়োজন। 

(মিলিয়ে যাচ্ছে সব)  

উদ্ভ্রান্ত এ ক্ষণ, 

গড়েছে ক্ষীণ আড়ং। 

কমছে ক্ষণ, 

সময়ের আয়োজন। 

(মিলিয়ে যাচ্ছে সব) 

উদাসী মন ,

করবে ফিকে এ রঙ

See also  Bhabantor lyrics - Owned

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button