Bangla_Rap_song
SHOPNO – Mcc-e Mac | Somrat Sij | Gk | Haq & Sheikh (Official Music Lyrics) |Hiphop/Rap Song|Banglalyrics580|
Shopno Song Lyrics In Bangla :
Song : Shopno
Artist: Mcc-e Mac , Somrat Sij , Gk
Video director,editor, cinematographer : MATHEON (CLOWN production)
Beat: Haq & Sheikh
Record,Mix & Master:Mac production(Mcc-e Mac)
Art work : Abdullah
Shopno Song Lyrics in Bengali :
কাজল কালো চোখে
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
আমি কখনও ধোঁয়া হয়ে উড়ি
কখনও হয় ঘুড়ি
কখনও বা খেলি
বিবেকের সাথে লুকোচুরি
যতটা দূরে সরি
ততটা ধরা পরি
শেষে মায়া জালে বন্দী
নিজের সাথে লড়ি
কেনো যেতে চায় ভুল ঠিকানায়
বলে অশ্রু জলে ভেজা চোখের পাতায়
বলি মনে মনে ভেঙে দিও তোমার সদ ইচ্ছায়
কোথায় গেলে পাই বল কোন দরজায় অপেক্ষায়
কেউ বা বলে শসানে আগুনে পুড়ে
আবার
কেউ বা পরা চাদরে মাটির ঘরে
কেন?
এত স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি
মানুষ সত্য শেখায় কোন মিথ্যা লেখি
হায়!
এই আছে এই নাই ছুটে কাছে যাই
ভুলে ভুলে ভুলে
এই আছে এই নাই ছুটে কাছে যাই
ভুল ভ্রান্তি ঘুমে সুখ খুইজা
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙা স্বপ্ন
আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প
আমি জানতে চাই না, বাচতে চাই না,শুনতে চাই না মর্ম
ভালো যে কাটে না দিনটা
মিলে না শান্তি, মিলে না শান্তি, নাটকে গরব দিনটা
আমি শুধু জানি
শুধু জানি
শুধু জানি
জীবনে হয় দামাদামি,দমাদামি
চলে যাবে তুমি আমি
জানি আমি জানি
দারানো চোখে
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
খুঁজে যাই কত
সপ্ন
…সমাপ্ত…