Ads
Bay_of_Bengal

Shopnoghum ( স্বপ্নঘুম ) Lyrics || Bay of Bengal ||

Shopnoghum song by Bay of Bengal:

Song: Shopnoghum
Band: Bay of Bengal
Lyric – Anwar Hossain AdOr
DOP – Mehedi Rahman Ehab
Shopnoghum Song Lyrics In Bengali:

রয়ে যাবে অনেক স্বপ্নঘুম
জমবে না আর বোঝাপড়া
ফিরবে ঘরে একলা মন
গোপনের নিঝুম বৃষ্টি ঝরা।
বহুদূর পেরিয়ে চলে যাই
স্মৃতি হাতড়াই, তুমি নাই
কতদূর, আর কতদূর সে পথ চলে গেছে অজানায়
বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই।।
আমার মনের শেষটা যায় না দেখা
তোমাকেও হয়নি পুরোটা লেখা
বলে যায়, দু’চোখ শোনে না
শুধু চোখের দেখাটাই…
ভেবে তোমায় ঝরে যদি নোনাজল
ডুবে যাই গভীরে স্মৃতির অতল
থেমে যাই, এই পথ পুরনো
ফিরে পাই, বুজে চোখ আর তাই…
See also  je shohore ami nei lyrics bay of bangle ||Bangla lyrics||Bangla band song||Bay of bangle||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button