Ads
Overall

Shore Darai Shesh barer moto ( সরে দাঁড়ায় শেষ বারের মত ) lyrics || The Watson Brothers ||

Shore Darai Shesh barer moto song By The Watson Band:

  • song : Shore Darai Shesh barer moto 
  • Album : Ohom
  • Band: The Watson Brothers 

Shore Darai Shesh barer moto song lyrics in Bengali:

কুয়াশার মাঝে একজন হেঁটে আসে,

লণ্ঠনের আলো জেলে ভয় কাটে |

এতো রাতে যাচ্ছি কোথায় জিজ্ঞেস করে সেই আমায় 

বলতে পারিনা, নিজেও জানিনাহ |

কোথায় এলাম আমি কিসের মাজে কেমন করে ? 

এতো আঁধার, আঁধার চারি পাশে 

বিদ্যুৎ চম্কায় চোখ জ্বলসে যায় 

এই পথে এসেছি অন্ধকার দেখেছি অনেকবার অনেকবার অঅঅনেক বার….. 

ফিরে… আসছে সকাল বেলার কথা 

একটু করে মনে পড়ছে দুপুরের সভ্ভতা 

বিকেল সন্ধ্যা রাতের পর রাত অযথা যন্ত্রনা

হিসাব মিলানোর জন্য যত পরিকল্পনা 

ফিরে এসো তুমি আমার এই আঁধারে রেখে যেয়ো নাঃ

হিসাব মিলেছে এবার শুনো আমার , আমার প্রার্থনা 

See also  Boka Premik (বোকা প্রেমিক) lyrics - Ibrahim

তুমি তো মৃত্যু দূত নিয়ে যাবে নাও আমায় 

পুরোনো ঘর থেকে প্রাচীর ভেঙ্গে আমি এসেছি 

আমায় নিয়ে যাও, আমায় নিয়ে যাও, আমায় নিয়ে যাও |

কোথায় এলাম আমি কিসের মাজে কেমন করে ? 

এতো আঁধার, আঁধার চারি পাশে 

বিদ্যুৎ চম্কায় চোখ জ্বলসে যায় 

এই পথে এসেছি অন্ধকার দেখেছি অনেকবার অনেকবার অনেকবার….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button