Ads
Highway

Shottonama ( সত্যনামা ) lyrics ||Highway Band||

Shottonama Song By Highway Band:

  • Song: Shottonama
  • Band: Highway
  • Album: মা’বার (Crossing Point)
  • Vocal: Eather
  • Backing Vocals: Sharar Galeeb Chowdhury & Ankan Kumar (Smooches)
  • Lyrics: Eather
  • Calligraphy and Artwork : Nazm Anwr
  • Creative editor: Ibon Ibtesham Majid

][HIGHWAY][

  • Ishmam – All over the place
  • Eather – Songwriter & Vocals
  • Samin – Guitars
  • Samuel – Drums 
  • Ibon – Keyboards

Shottonama Song Lyrics In Bengali :

হাতড়ে ফিরি হাজার বিন্দু, দেখি হাজার দরজা!

কোন দরজায় সত্য-নগরি?

দেখি হাজার সত্য-নগরি!

দেখি অসীম বিন্দু, অসীম দরজা,

আছে অসীম মাত্রায় অসীম নগরি,

এই মাত্র এলাম তবে কোন নগরি থেকে…

অসীম অস্তিত্যের আঘাতে,

আমার দৃষ্টি বিধ্বস্ত!

মাথা নিচু করে ফিরেআসি।

ফিরে আসি দরজায়,

পিছনে আগাতে আগাতে দেখি, অলংকাবৃত দরজা!

দেখি বিন্দু,

পেছনে আগাতে আগাতে দেখি, সহস্র বিন্দু,

ফিরে পাই আমার হাত, ফিরে পাই আমার মস্তিষ্ক,

See also  Ghorgari ( ঘোরগাড়ি ) Lyrics|| By Highway|| Banglalyrics580 ||

ফিরে দেখি উত্তরে মোড়ানো আবার রঙ্গিন পুরনো মরুভূমি জগত।

কোন প্রশ্ন নেই,

আমি কে,

আমি আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button