Ads
Shunno

Shudhu amar ( শুধু আমার ) lyrics || Shunno Band ||

SHUDHU AMAR SONG BY SHUNNO BAND:

ALL THE INSTRUMENTS PLAYED BY US WERE YAMAHA PRODUCTS AND THIS SERIES WAS SPONSORED BY YAMAHA MUSIC BANGLADESH – ACI MOTORS LTD AND YAMAHA MOTORCYCLES BANGLADESH – ACI MOTORS LTD. 

PERFORMED BY:

VOCAL: EMIL

DRUMS: LABIB

BASS: MICHAEL

GUITAR: ISHMAM

SONG: SHUDHU AMAR

TUNED AND COMPOSED BY SHUNNO

AUDIO PRODUCTION: SHAKER RAZA

AUDIO RECORDING: AUDIO DESIGN BANGLADESH

LYRICS: TANVIR CHOWDHURY

VIDEO DIRECTION: TEAM REDPAD

DIRECTOR OF PHOTOGRAPHY: SHOHAG CHOWDHURY

EDIT: TANIM PARVEZ

SHUDHU AMAR SONG LYRICS IN BENGALI:

আমার কিশোরে বুকে তুমি ছিলে

প্রথম প্রেমে ব্যথা,

তোমায় ভেবে ভেবে গান হয়ে যেতো

আমার না বলা কথা।

স্বপ্ন বাজি রেখে হাত বাড়ালাম

তুমিও দিলে সারা,

কিছু ভুল কিছু অভিমান গুনে

সময় বসানো পাহারা।

মন বোকা বেচারা

ভেবে দিশেহারা, 

সে তুমি আসবে কবে?

See also  Ek Sathe ek pothe ( এক সাথে এক পথে ) lyrics || Shunno Band ||

তুমি কি আমার হবে? 

শুধু আমার,

আবার হবে আমার?

তুমি যত দূরে, 

ছিলে বুকের তারে স্মৃতি হয়ে বেজেছিলে।

আমার গোধূলি মনে একলা সেঁজুতি তুমি,

জোনাকিও জ্বেলেছিলে।

মনে আছে প্রথম বৃষ্টি ভেজা দিন

অগন্তি তারা জ্বলা রাত,

চাঁদের কিনার থেকে ঝাপ দিয়েছি

ধরতে তোমার দুটো হাত।

আজ আমার হাত ধরে 

চেনা অচিনপুরে,

তুমি কি পা বাড়াবে?

তুমি কি আমার হবে?

শুধু আমার,

আবার হবে আমার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button