Ads
Moheener Ghoraguli

Shuno Shudhijon ( শোনো সুধীজন ) lyrics || Moheener Ghoraguli ||

Shuno shudhijon lyrics By Moheener Ghoraguli:

  • গান- সুধীজন শোনো
  • কথা- রঞ্জন ঘোষাল
  • সুর- গৌতম চট্টোপাধ্যায়

প্রথম প্রকাশ- ১৯৭৮

  • অ্যালবাম- অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
  • শিল্পী- মহীনের ঘোড়াগুলি (তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, রঞ্জন ঘোষাল)

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৯

  • অ্যালবাম- ক্ষ্যাপার গান
  • শিল্পী- ক্রস উইন্ডস

(এই কভারে গানটি ‘শোন সুধীজন’ নামে সঙ্কলিত হয়েছিল।)

Shuno shudhijon lyrics in Bengali:

শুধু আজ নয় প্রতিদিন

সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার

তোমরা কেমন আছো?

তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষন্ন ডাক শুনে

আনমনা হও আগেকার মতো?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু আজ নয় প্রতিরাত

তোমাদের পরকাল ভেবে

তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি

নগরবাসীরা শোনো

তোমাদের অন্যায়ে আমাদের অবহেলা মিশে কোন নরক মাতায়

তা জানো কি?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন

See also  Barle Boyesh Shobai Manush hoi ( বাড়লে বয়েস সবাই হয় কি ) Lyrics - Moheener Ghoraguli || Manush Chena Dhaay || Banglalyrics580 ||

শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু শেষ নয় শুরুতেই

বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে

নিচে শত হাততালি মেরে

উল্লাসে ফেটে গেছ কতোবার

ঝুলন্ত মানুষের ব্যথাছবি রাঙা চোখে চেয়ে

তা মানো কি?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শোনো সুধীজন, শোনো প্রিয়জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button