Ads
Folk_Song

Shyam Onge Rai ( আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো ) lyrics ||

Shyam Onge Rai Song By Aritra Dasgupta:

রাই আর শ্যামের মিলন মানে আলো আর আঁধারির এক নিটোল ছবি। দু’য়ে মিলে একে অপরের পরিপূরক – কেউ বাঁশির সুরে, আবার কেউ হাসির আলোয়। Watch “Shyam Onge Rai”  by Aritra Dasgupta.

Song Credits : 

Song Name : Shyam Onge Rai

Lyrics and Composition : Parvathy Das Baul

Singer : Aritra Dasgupta

Re-arrangement, Mixing and Mastering : Amit – Ishan

Shyam Onge Rai song lyrics In Bengali:

ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,

ও কী রূপ দেখি নয়ন মুদিয়ালো ..

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

ওই কানা বাঁশি করে গান

See also  Shohoj manush ( সহজ মানুষ ভজে দেখ না রে ) lyrics || Nonta Biskut ||

আর রাধা রাধা বলে নাম,

ওই কানা বাঁশি করে গান

আর রাধা রাধা বলে নাম,

 রাধা বলে কী বা নাম,

রাধা বলে কী বা নাম,

কে গাহে অন্তরে গো ..

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া ||

ওই শ্যামের হাতে মোহন বাঁশি

আর রাধার মাথায় বিনোদ-বেণী,

ওই শ্যামের হাতে মোহন বাঁশি

আর রাধার মাথায় বিনোদ-বেণী,

দেখিয়া রাই নয়নখানি

দেখিয়া রাই নয়নখানি,

কী হলো আজ কানুর গো..

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

এই একই ভাব বৃন্দাবনে

দেখি নাই ভাই ত্রিভুবনে,

এ একই ভাব বৃন্দাবনে

দেখি নাই ভাই ত্রিভুবনে,

হংস কহে সদানন্দের,

চরণ রেখো মাথে গো..

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,

ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো ..

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

See also  Mon majhe jeno tar dak ( মন মাঝে যেন কার ডাক শুনা যায় ) lyrics || Monmohon Dutto ||

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো

শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button