Ads
Zunayed evan

Sriti (স্মৃতি) – Zunayed Evan | কবিতা না ছাই |

Sriti (স্মৃতি) – Zunayed Evan:

স্মৃতি ( কবিতা না ছাই )
লেখা এবং গলার স্বরঃ জুনায়েদ ইভান
সিনেমাটোগ্রাফি ও এডিট- মির কায়সার
পোস্টার- তানজিলা ইসলাম 
কোথাও না কোথাও  টুকরো টুকরো সব স্মৃতির হিসেব দিতে হয় !!
স্মৃতি বড় বেহায়া স্বভাবের হয়; পিছু ছাড়ে না।
আদতে এটা কোন কবিতা হয়েছে কিনা সেটাও নিশ্চিত করে বলার সামর্থ্য আমার নেই।
এই একটু সময় পেলাম আর লিখে ফেললাম।
গান করার সুবাদে বাসার ছাদে নির্মিত ছোট একটি স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাড়িয়ে একটু বিড়বিড় করে মনিটরের সামনে রাখা লেখাটা একটা দম নিয়ে শব্দ করে পড়লাম – এই যা।
এখন আমার এই লেখার মান কিংবা শব্দ করে পড়াটাকে আবৃত্তি ক্যাটাগরিতে ফেলে আমাকে বিবেচনা না করবার জন্য অনুরোধ রইল।
See also  Covid- 19(কোভিড- ১৯) !! kobita Na Chai ( কবিতা না ছাই )- Zunayed evan|Ashes|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button