Ads
Bangla_Song

Tarar Michile (তারার মিছিলে) Lyrics ||Shonu Shourov||

Tarar Michile Song By Shonu Shourov:

Tarar Michile New Romantic Song Is sung By Shonu Shourov.Tarar Michile Song Lyrics & Tune By Shonu Shourov.

  • Song : Tarar Michile (তারার মিছিলে)
  • Singer : Shonu Shourov
  • Lyric & Tune : Shonu Shourov
  • Back Vocal : Mollika Momo 
  • Music Supervise, MIX & Master : Duke Theotonius Murmur 
  • Cast : Tulona & Tanvir 
  • Art & Creative Director : Nafisa Tabassum 
  • DOP: S I Shajol
  • Edit & Color : Hasan Mahadi 
  • Direction : Rehan Uddin 
  • Language : Bengali
  • Label : Agniveena

Tarar Michile Song Lyrics In Bengali:

কেনো যে তারে

মনে যে পড়ে

শুধু বারে বারে

ডাকি তারে আমি

মনে মনে বলি

দেখো এই আমারে

কখনো যদি মনে আসো ভুলে

ডেকো এই আমাকে

থাকবো পাশে হাসি হাসি মুখে

তখনও দাঁড়িয়ে

হটাৎ কখনো যদি

বুঝতে এই আমারে

তুমি থাকিয়ে দেখতে শুধুই

এই আমাকে…

See also  SHUNNOTA (শূন্যতা) lyrics|| ARMAN ALIF ||banglalyrics580||

রাতের আকাশে থাকবো আমি

তারার মিছিলে

দেখবে তুমি কখনো

এই আমারে…. [২বার]

শুনবে কখনো কি আমায়

বলবো কখনো বা তোমায়

না হয় থাকবো তোমার আকাশে

নিবে যাওয়া তারার

জানি কখনো তুমি

ডাকবে না আমায়

তবুও ফিরে আসবো

বারে বার সে তাই

রাতের আকাশে থাকবো আমি

তারার মিছিলে

দেখবে তুমি কখনো

এই আমারে…. [২বার]

][ সমাপ্ত ][

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button