Bangla_Song
Tomake Bhalo Ar Basbo Na |Habib Gaanwala | Shawon | Sarika Sabah|Bangla New Music Video 2020 | Banglalyrics580|
Tomake Bhalo Ar Basbo Na ( তোমাকে ভালো আর বাসব না ) Song By Habib Gaanwala In Bangla lyrics :
SONG INFO
Song : Tomake Bhalo Ar Basbo Na ( তোমাকে ভালো আর বাসব না )
Singer : Habib Gaanwala
Lyric & Tune : Ashraful Fuad
Music : Rubans Chowdhury
Natok : Thappore Lege Dhaka Prem ( থাপ্পরে লেগে থাকা প্রেম )
Cast : Sayed Zaman Shawon, Sarika Sabah
Director : Shawon Shahriar
Tomake Bhalo Ar Basbo na Song lyrics In Bengali :
তোমাকে ভালো আর বাসব না,
তোমার কাছে ভুল করেও আসবো না।
যত দূর যেতে চাও,যাও চলে
তোমার সৃতি মনেতে ও রাখবো না
তোমাকে ভালো আর বাসব না,
তোমার কাছে ভুল করেও আসবো না।
যত দূর যেতে চাও,যাও চলে
তোমার সৃতি মনেতে ও রাখবো না ।
সেই দিনের গান গুলি,
সেই দিনের পথ চলা
অতিতের ওই উপরে
কত কথা না বলা।
সেই দিনের গান গুলি,
সেই দিনের পথ চলা
অতিতের ওই উপরে
কত কথা না বলা।
তোমাকে যত ভাবার ভেবেছি
ভুলেও আর কোনদিন ভাববো না
তোমাকে যত ভাবার ভেবেছি
ভুলেও আর কোনদিন ভাববো না
দেখলে সেই হাসি,
সদুরে যায় ভাসি
টানা টানা চোখ দুটো,
কত ভালো-বাসি
দেখলে সেই হাসি,
সদুরে যায় ভাসি
টানা টানা চোখ দুটো,
কত ভালো-বাসি
তোমাকে বারে বারে ডেকেছি
সেই ভাবে আর কোনদিন ডাকবো না
তোমাকে বারে বারে ডেকেছি
সেই ভাবে আর কোনদিন ডাকবো না
তোমাকে ভালো আর বাসব না,
তোমার কাছে ভুল করেও আসবো না।
যত দূর যেতে চাও,যাও চলে
তোমার সৃতি মনেতে ও রাখবো না
তোমাকে ভালো আর বাসব না,
তোমার কাছে ভুল করেও আসবো না।
যত দূর যেতে চাও,যাও চলে
তোমার সৃতি মনেতে ও রাখবো না ।
][ সমাপ্ত ][