Ads
Rishi panda

Tomake Cheyechi Sevabe (তোমাকে চেয়েছি সেভাবে) lyrics || Rishi Panda ||

Tomake Cheyechi Sevabe song By Rishi Panda:

  • Song: Tomake Cheyechi Sevabe
  • Singer: Rishi Panda
  • Music – @Subhrajit Panda​ 
  • Lyrics – Koushik Roy
  • Arrange, Mix – Rishi Panda
  • Illustration by – Paco Yao

Tomake Cheyechi Sevabe song lyrics in Bengali:

সেজন এমন ছায়ার মতন

রোদের আদর মাখে গালে

সেজন তেমন উজল এমন

বিষাদ মেখেছে যাপনে

সহজ সেজন মায়ার মতন

স্বজন বেঁধেছে আঁচলে।

যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে

রূপবতী শোক হয়ে যায়

যেভাবে আখর সাঁঝের প্রদীপে

গেরস্থালী খুঁজে পায়

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে

““`

তুমিও কি তাই

রাত হয়ে যাও

চাঁদচোঁয়া নীল

অবসাদ হয়ে যাও

…..

তোমারো কি তাই

দুখ ভেসে যায়

চোট ছুঁয়ে প্রেম 

অপরূপ হেসে যায়

““

যেভাবে বাড়ে সুখ অভিসারে

প্রেম খোঁজে প্রিয় ডাকনাম

See also  Sejon emon chayar moton Lyrics ||তোমাকে চেয়েছি সেভাবে|| Subhrajit panda||

যেভাবে মেশে পরাগ বাতাসে

পথ ভোলে নাবিকের গান

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে

তুমিও কি তাই

রাত হয়ে যাও

চাঁদচোঁয়া নীল

অবসাদ হয়ে যাও

…..

তোমারো কি তাই

দুখ ভেসে যায়

চোট ছুঁয়ে প্রেম 

অপরূপ হেসে যায়

অবসাদ হয়ে যাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button